আমার প্রিন্টারের দুটো লাল বাতি একসাথে জ্বলে নিভে এখন কি করতে পারি সাহায্য করুন। লাল বাতি একটা জ্বলে অপরটি নিভে জ্বলে এর কারনটা বুজতে পারছি সার্ভিস লাইফ শেষ কিন্তু একসাসে দুটো জ্বলে নিভে এর সমাধান কারো জানা থাকলে জানাবেন । আমার প্রিন্টারের মডেল Epson R230 আমি উইন্ডোজ 7 ব্যবহার করি । আমার এই সমস্যা সফট ওয়্যার জনিত না হার্ডওয়্যা জনিত কোন অভিজ্ঞ জনের কাছ থেকে সাহায্য চাই অনেক উপকৃত হব।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা ভাই আপনার এই সমস্যাটা সফটয়ার জনিত। আপনি সার্ভিস লাইফ এর সফটয়ারটি রিসেট করে নিতে পারে, তখন আর লাল বাতি ঝলবে না।