সাহায্যঃ মোবাইলের কমন একটি সমস্যার সমাধান চাই

আমার nokia 3110 মোবাইলের মিউজিক প্লেয়ার খুলতে পারছি না,মিউজিক প্লেয়ার খুলতে গেলে no music files found লেখা আসে,অথচ আমার মেমোরি কার্ডে প্রচুর মিউজিক ফাইল রয়েছে।মেমোরি কার্ড স্ক্যান করেও কোন ফল পেলাম না।আমার মনে হয় এটা সেটের সফটওয়্যারের সমস্যা,যে কারনে ফাইল লোড হচ্ছে না।এই সমস্যাটি মোবাইলের জন্য কমন সমস্যা।তাই এর সমাধান পেলে অনেকেই উপকৃত হবে বলে আমার ধারনা।কোন সফটওয়্যারের মাধ্যমে কি এধরনের সমস্যার সমাধান করা সম্ভব?

আন্তরিকভাবে টেকটিউনারদের কাছে সমাধান চাইছি।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম… খেয়াল করে দেখুন আপনি কি আপনার গানের ফাইল গুলি অনেক ভিতরে রেখেছেন? এক কাজ করুন। দেখবেন Music player চালানোর জন্য মোবাইলে একটি আলাদা Music Folder আছে। আপনার পছন্দনীয় গানগুলো ঐ ফোল্ডারে কাট / পেস্ট করে দেখুন। আমার মনে হয় এরপর থেকে আপনার গানগুলো চলতে আর সমস্যা হবে না।

আপনার ফোন মেমোরীতে কোন গান আছে? থাকলে সেগুলো কি চলে?

এমনিতে আমি ফোন মেমোরিতে গান রাখি না।তারপরও টেস্ট করে দেখলাম।ফোন মেমোরির গান যে ফোল্ডারে আছে সেখানে ঢুকে গান প্লে করতে হয়।কিন্তু মিউজিক প্লেয়ার থেকে গান চলে না মি্উজিক প্লেয়ার খুলতে গেলে no music files found লেখা আসে।আমি মিউজিক ফোল্ডারের গানগুলো কাট/পেস্ট করেও কোন ফল পেলাম না।খুব চিন্তায় পড়ে গেছি ভাই।সেটের সফটওয়্যারে সমস্যা হলে সেটা কি উপায়ে ঠিক করতে পারবো? কোন এ্যান্টিভাইরাস লাবে কি ? প্লীজ জানা থাকলে সমাধান দেবেন।

apner mobile ke hand formate kora dakhen.jeeta mobile-e by defult formate kora jai.arpor music file gulo memory card er sound folder-e rakhon.asha kori kaj korva.na korla janaben.

Level 0

at first go to music library then click option then update library
then it will be update automatically. thank you
go to music library—-click option—–update library

সাইমুন ভাই hand format বলতে কি বোঝাচ্ছেন ? মেমোরী কার্ডের সাউন্ড ফাইলে গানগুলো রিপ্লেস করেও কোন লাভ হয়নি ।আর মিউজিক প্লেয়ার খুলতে গেলেই মিউজিক লাইব্রেরী অটোমেটিক আপডেট হওয়া শুরু করে, ৯৯% আপডেট হবার পর no music files found লেখা আসে।একজন আমাকে বলল মোবাইলটা নাকি ফ্লাশ করতে হবে।কিন্তু ফ্লাশ করার নিয়ম আমি জানি না।নোকিয়া মোবাইলের জন্য ভালো এ্যান্টিভাইরাস কোথায় পাবো ?

    apni prothoma mobile phone switch off korun.er por- green key+3 key+* key চেপে ধরে power button press kore mobile on korre কিছুখ্খন ধরে রাখতে হবে।

আপনার মোবাইলটাকে ফ্লাশ করতে হবে। নতুবা এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় না।

YES YOUR MOBILE NEEDS,FLASH AND REPROGRAMMED.GO TO MOBILES SOFTWARE REPAIRING SHOP . THEY CAN DO IT ,SERVICE CHARGE -200/- TAKA.