আমার nokia 3110 মোবাইলের মিউজিক প্লেয়ার খুলতে পারছি না,মিউজিক প্লেয়ার খুলতে গেলে no music files found লেখা আসে,অথচ আমার মেমোরি কার্ডে প্রচুর মিউজিক ফাইল রয়েছে।মেমোরি কার্ড স্ক্যান করেও কোন ফল পেলাম না।আমার মনে হয় এটা সেটের সফটওয়্যারের সমস্যা,যে কারনে ফাইল লোড হচ্ছে না।এই সমস্যাটি মোবাইলের জন্য কমন সমস্যা।তাই এর সমাধান পেলে অনেকেই উপকৃত হবে বলে আমার ধারনা।কোন সফটওয়্যারের মাধ্যমে কি এধরনের সমস্যার সমাধান করা সম্ভব?
আন্তরিকভাবে টেকটিউনারদের কাছে সমাধান চাইছি।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
বুঝলাম… খেয়াল করে দেখুন আপনি কি আপনার গানের ফাইল গুলি অনেক ভিতরে রেখেছেন? এক কাজ করুন। দেখবেন Music player চালানোর জন্য মোবাইলে একটি আলাদা Music Folder আছে। আপনার পছন্দনীয় গানগুলো ঐ ফোল্ডারে কাট / পেস্ট করে দেখুন। আমার মনে হয় এরপর থেকে আপনার গানগুলো চলতে আর সমস্যা হবে না।