হাই পাওয়ার (li-po)ব্যাটারি বাংলাদেশে কোথাই পাওয়া যাবে

সুপ্রিয় টেকটিউনসবাসি,

আমি একটি remote controlled hovercraft বানানর প্লান করেছি। যেটা পানি ও স্থলে দুই জাইগাতেই চলবে।HOVERCRAFT

কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটারি নিয়ে। তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি - বাংলাদেশের কোথাই ভাল মানের হাই পাওয়ার রিচারজঅ্যাবল লিথিয়াম-পলিমার ব্যাটারি পাওয়া যাবে? নিচের ছবির মত পাওয়ারের  হলে হবে। জরুরি ভাবে সাহায্য চাচ্ছি আপনাদের কাছে।

ব্যাটারি

Level 0

আমি অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student. Love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

you can purchase it from ebay or you can go and search it in Islampur, shakharibazar, dhaka.

Nice approach. 🙂

    @সাকি বিল্লাহ্: ভাইয়া আমি ebay থেকে কিনতে পারব না। আর আমি থাকি ঝিনাইদাহে। তবুও দেখি ঢাকার বন্ধুরা খুজে পাইকিনা।

ভাই আপনি ইসলামপুর টেলিকম স্পেয়ার্স এ খোঁজ নিয়ে দেখতে পারেন। সেখানে পাওয়ার সম্ভবনা বেশি। অথবা আপনি http://hobbyking.com থেকে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক http://techshopbd.com/index.php/sourcing-international-products এইখানে সোর্স হিসেবে দিয়ে টেকসপবিডি তে অনলাইনে অর্ডার করতে পারেন। ভাই আপনি কি BLDC মোটর ব্যবহার করছেন। তা নাহলে লিপো ব্যাটারি দিয়ে কি করবেন। আর আপনি প্রপেলার কই পাইলেন। এই জিনিস আমি বহুত খুঁজছি, পাইনাইক্যা। তাছাড়া আমার একটি RC Boat বানানোর ইচ্ছা আছে। যাইহোক আমার কথা বুঝতে সমস্যা হলে জানাবেন।

অনিক ভাই আপনি এই মোটর দিয়ে স্থলে চালাতে পারলেও পানিতে চালাতে পারবেন। কারন তা সামনে ধাক্কা দিতে পাখা যথেষ্ট জোরে ঘুরতে হবে মানে অনেক থার্স্ট অর্জন করতে হবে। আপনি আপনার দেওয়া ছবিতে লক্ষ্য করুন সেখানে BLDC motor and ESC ব্যবহার করা হয়েছে। তারপরও চেষ্টা করে দেখতে পারেন। আর তাছাড়া li-po এর অনেক দাম, ভালো হয় আপনি রিচার্জেবল ব্যটারি কিনে নিলে। তাতে আপনার সাশ্রয়ী হবে কাজো হতে পারে।

    অনিক ভাই আপনি এই মোটর দিয়ে স্থলে চালাতে পারলেও পানিতে চালাতে পারবেন না। কারন তা সামনে ধাক্কা দিতে পাখা যথেষ্ট জোরে ঘুরতে হবে মানে অনেক থার্স্ট অর্জন করতে হবে। আপনি আপনার দেওয়া ছবিতে লক্ষ্য করুন সেখানে BLDC motor and ESC ব্যবহার করা হয়েছে। তারপরও চেষ্টা করে দেখতে পারেন। আর তাছাড়া li-po এর অনেক দাম, ভালো হয় আপনি রিচার্জেবল ব্যটারি কিনে নিলে। তাতে আপনার সাশ্রয়ী হবে কাজো হতে পারে।

      @কোডার: vaiya sthole cholle pani te chalano aro sohoj. koron ami already panite kisu experiment koresi. R vaiya li-po batteary gula to sobcheye halka, taina.