ডোমেইন হেস্টিং বিষয়ে পরামর্শ চাই

আস্সালামু ওয়ালাইকুম।

আশাকরি সবাই ভাল আছেন।

আজ আপনাদের কাছে বিশেষ একটা পরামর্শ চাচ্ছি।আমি ডোমেইন হোষ্টিং কিনতে চাই।আসলে আমি চাচ্ছি একটা বাংলায় ব্লগিং সাইট খুলতে।যেখানে অনেকেই নিবন্ধন করে তাদের মতামত শেয়ার করবেন।টেকটিউনস এ অনেক অভিঙ্গ ভাই আছেন।আমি বিশ্বাষ করি আপনাদের সাহায্য পাবো।

দয়াকরে নিচের পরামর্শ গুলো দিবেন।

১.কোথা থেকে ডোমেইন হোষ্টিং নিব?তা হতে হবে জেনুইন সাইট।

২.বাংলা সাইটে কি কোন ভাবে google adsense পাব কিনা?

৩.ডোমেইন হোষ্টিং দেয় টেকটিউনস এ এমন প্লাটফরম আছে কিনা?

৪.ডোমেইন হোস্টিং নিতে হলে কোন কোন বিষয় গুলো লক্ষ রাখবো?

৫.আমার পেপাল ,ক্রেডিট কার্ড,এসব নাই।এসব ছাড়া আমি কিভাবে টাকা পে করবো??

৬.সর্বশেষঃ--আমার সাইট টাকে ওয়েব ডেভেলপারদের মাধ্যমে সাজাতে চাই।কোথাই কার সাথে যোগাযোগ করবো????

আমার প্রশ্নে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি কিছুটা ধারনা পাবার জন্য ব্লগস্পট থেকে একটা ফ্রি সাইট তৈরি করেছিলাম।সময় পেলে ঘুরে আসবেন। আমার আঙ্গিনা

আপনাদের উত্তরের আশায় রইলাম।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১। ডোমেইন ও ওয়েব হোস্টিং এর জন্য বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওয়েব হোস্টিং সার্ভিস দেয় এমন কয়েকটি কম্পানি আছে। আপনি চাইলে আমাদের (NawabHost.Com) কাছ থেকে নিতে পারেন। আমারা ডোমেইন এর ফুল কনট্রোল ও আন্তর্জাতিক মানের ওয়েব হোস্টিং সার্ভিস দিয়ে থাকি।

২। শুধু বাংলা সাইটের উপরে অ্যাডসেন্স পাওয়া যাবে তবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে সেটা ব্যবহার করা যাবে।

৩। টেকটিউনস এখনো কোন ডোমেইন বা হোস্টিং সার্ভিস দেয় না।

৪। যেহেতু আপনার সাইটে গুরুত্বপূর্ন তথ্য থাকবে তাই আপনি এমন কোন পরিচিত কোম্পানি বা পরিচিত মানুষের কাছ থেকে ডোমেইন ও ওয়েব হোস্টিং নিবেন যাতে পরবর্তি সময়ে সাপোর্ট পেতে সুবিধা হয়। ডোমেইন এর ও ওয়েবহোস্টিং এর নিজস্ব ফুল কনট্রোল প্যানেল প্রদান করে কিনা সেটা যাচাই করে নিতে হবে। সার্ভার এর আপটাইম কেমন সেটা দেখাও অনেক গুরুত্বপূর্ন। তাদের সাপোর্ট (সাহায্য) করার সিস্টেম কেমন সেটা যাচাই করে নিতে হবে।

৫। বাংলাদেশি কোম্পানির কাছ থেকে সার্ভিস গ্রহন করলে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। কারন প্রায় কোম্পানি বাংলাদেশী ব্যাংক, মোবাইল বিকাশ পেমেন্ট গ্রহন করে।

৬। ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আপনি আমার কাছে পরামর্শ নিতে পারে। (http://www.fb.com/AminulBD) আশা করি পর্যাপ্ত পরিমানে সাহায্য করার চেস্টা করবো।

ধন্যবাদ!

    Level 0

    @আমিনুল ইসলাম: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাই আমি চাচ্ছিলাম ভেরিফাই করা এমন সাইট থেকে ডোমেইন হোষ্টিং নিতে।বাংলাদেশের সব সাইট কি ভেরিফাইড?

      @SOPNOCHURA: ভেরিফায়েড বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি ডোমেইন কেনার জন্য গোড্যাডি বা নেমচিপ বা ইনোম ব্যবহার করতে পারেন। দেশের কোম্পানির কাছ থেকেও ডোমেইন ক্রয় করলে সমস্যা হওয়ার কথা না যদি তারা আপনাকে ফুল কন্ট্রোল ও ডোমেইন ট্র্যান্সফার এর সুবিধা দেয়।

আমার প্রায় ১০ থেকে ১৫ টা সাইট আছে, কিছু সরিসরি বাইরে থেকে paypal ইউজ করে কেনা, এখন dhakawebhost.com থেকেই কিনি! সার্ভিস অসাধারণ! ডাউন টাইম নাই বললেই চলে! আর সুবিধা হল ফুল ডোমেন কনট্রোল + অনেক জায়গাই সার্ভার! relocate করার ফেসিলিটি আছে। আমি সন্তুষ্ট!