হাই পেয়িং এডসেন্স কীওয়ার্ড তালিকা

এক একটি ক্লিকের জন্য গুগল কত করে পে করবে? এর উত্তর আমি এর আগে একটি টিউনে পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল প্রতিটি ক্লিকের জন্য ০.০১-১০ ডলার পর্যন্ত পে করা হয়। কিন্তু গুগলে সার্চ করে অনেকগুলো সাইট আর ফোরাম পেলাম যেখানে high paying CPC keyword এর তালিকা পেলাম। সেখানে দেয়া আছে এমন কিছু টপিকের নাম যেগুলোর জন্য গুগল ৫০ ডলার পর্যন্ত দিয়ে থাকে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশী।

আমার জানতে ইচ্ছা করছে যে এগুলো কি আসলেই সত্যি কিনা। কারন সামান্য একটা এড দেখার জন্য এত বেশী কেন দেয়া হবে!! ধরলাম যে এটা সত্যি। পুরোপুরি না হলেও ২০ ডলার যদি হয়, তাও তো অনেক।

এখন আমি যদি সেরকম একটা কি ওয়ার্ড নিয়ে একটি সাইট বানাই (ব্লগ নয়) আর এডসেন্স এড বসাই। তারপর যদি আমি প্রতিদিন কয়েকজন বন্ধুকে সাইটের লিঙ্ক পাঠাই পাশাপাশি SEO এর কাজ করে যেতে থাকি তাহলে কি হবে? যাদের লিঙ্ক পাঠাবো তারা প্রতিদিন ১টা করে এড দেখলেও তো মাস শেষে ৬০০ ডলার!!!

আমি গুগল এডসেন্স সম্পর্কে খুব ১টা জানি না। কিন্তু আমার কমন সেন্স তো এটাই বলছে। জেনেছি যে নিজের এড নিজে ক্লিক করা যায় না। তা না হয় না করলাম, কিন্তু অন্য PC থেকে নিজে বা আর কাউকে দিয়ে যদি সরাসরি ওয়েব সাইটে না গিয়ে টপিক সার্চের মাধ্যমে আমার সাইটে গিয়ে যদি ক্লিক করে তাহলে প্রব্লেম কোথায়??

আমার জানা অনেক সীমিত। তাই এই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন, তাহলে please শেয়ার করুন

Level 0

আমি সামাউন খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খালিদ ভাই আপনাকে Tune এর জন্য ধন্যবাদ।

http://bdearn.tk/ (Visit করলে ভাল লাগবে )

খালিদ, সকল বিজ্ঞাপনের ক্লিক মূল্য কিন্তু এক নয়। এইটা জানতে হলে আপনাকে প্রথমেই Google Adwords বুঝতে হবে, এইখান থেকেই বিজ্ঞাপনদাতারা তাদের পণ্যের বিজ্ঞাপন দেন, সেইগুলিই ঘুরেফিরে ওয়েবসাইট ও ব্লগে প্রদর্শিত হয় Google Adsense’এর মাধ্যমে। সকল পণ্য যেমন এক নয়, তেমন তাদের বিজ্ঞাপনেরও ক্লিক মূল্য এক নয়। এবং, একই পণ্য হলেও বিভিন্ন বিজ্ঞাপনদাতা ভিন্ন রেট দিতে পারেন, সেটা তারাই ঠিক করেন তাদের বাজেট অনুযায়ী।

হাই পেয়িং কীওয়ার্ডের ক্ষেত্রে কথাটা সঠিক, ৫০ ডলার কেন, তার চেয়েও অনেক বেশি মূল্যের বিজ্ঞাপন আছে। কেন এতো রেট দিচ্ছে জানতে চাইছেন তো? তফাৎ হচ্ছে পণ্যের। এর পরে আছে কোন জিনিস কতোটা জরুরী। মানে ধরুন, ওয়েব স্টোর থেকে পারফিউম কেনা আর মামলা মোকদ্দমায় আটকে যাওয়া দুটো এক জিনিস নয়। তাই পারফিউম কেনার বিজ্ঞাপনের যে ক্লিক রেট হবে, গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর মামলায় জড়ানো লোক যিনি উকিল খুঁজছেন সেই বিজ্ঞাপনের মূল্যে অনেক ফারাক হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে car accident বিষয়ক মামলা অনেক কঠিন, এতে তাদের অনেক ক্ষতি হয়ে যায়, তাই এইসব মামলার উকিলের খোঁজ করেন অনেকেই। এক্ষেত্রে হাই পেয়িং কীওয়ার্ড হয়।

আপনার অন্য যে প্রশ্ন, নিজে সাইট বানালেন, বন্ধুদেরকে জানালেন, তারা মাসে ১’টা ক্লিক করলেও অনেক টাকা। না, ব্যাপারটা এতো সোজা নয়। গুগল অনেকরকম ভাবে ট্র্যাকিং করে সব ক্লিক। যারা ক্লিক করেছে আপনার ওয়েবসাইটে এসে, তারা কিভাবে আসলো আপনার ওয়েবসাইটে, তারা গুগলে কি খুঁজছিলো, নাকি সরাসরি আপনার ওয়েবসাইটে তারা এলো এইসব অনেক গুরুত্ব দেয় গুগল। এই জগতে দুই নাম্বারি করার লোকের তো কমতি নেই তাইনা? সেইজন্য গুগলও অনেকভাবে তাদের ট্র্যাকিং সিস্টেম বানিয়েছে।

আপনি কাউকে লিঙ্ক পাঠিয়ে রেফার করতে পারবেন না, সেটা নিয়মবিরুদ্ধ। ইমেইল কিম্বা চ্যাট থেকে ইউজার আপনার ওয়েবসাইটে এলেই গুগল সেটা বুঝবে। আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে।

কাউকে দিয়ে গুগলে আগে সার্চ করিয়ে তারপরে আপনার ওয়েবসাইটে এনে ক্লিক করাবেন? ভালো প্রশ্ন! গুগল এতেও নজর রাখতে পারে জানেন কি? দেখুন, সোজা ব্যাপারটা বুঝুন। সার্চ ইঞ্জিনে ইউজার কি খুঁজছে সেইটা দেখবে গুগল। সেই সার্চে আপনার ওয়েবসাইট কতো নম্বর পাতায় আছে। ইউজার অন্যান্য কোনো সাইটে গেলো, নাকি বেছে বেছে আপনার সাইটেই গেল যা প্রথম পাতায় হয়তো ছিলোনা, এইসব দেখবে গুগল। অনেক অনেক বিষয়ের উপরে নজর রেখেই গুগল বুঝে যাবে। একে বলে click behaviour যেটা অনেক প্রাধান্য দেয় গুগল। এই click behaviour দেখেই click fraud ধরে নিতে পারবে গুগল।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সাইটে আমি পড়েছিলাম যে ব্যাকলিঙ্ক বাড়ানোর জন্য বিভিন্ন ব্লগে টপিক লিখে সাইট এর ঠিকানা দেয়ার জন্য। সেটাও তো একধরনের রেফার করা। আমি সেটাই বুঝাতে চেয়েছি।

    রিয়া আপু… আমি মেডিক্যাল এর ছাত্র। এই কারনেই এই রিলেটেড টপিক খুজছিলাম। mesothelioma/mesothelioma treatment/prevention কীওয়ার্ড এর উপর আমার একটি ব্লগ বা সাইট বানানর ইচ্ছা আছে। আমি এসব ব্যাপারে একদম নতুন। আর এত কিছু সহজে বুঝতেও পারি না। আপনি কি আমাকে একটু সাজেশন দিতে পারবেন যে আমার এই টপিক নিএ কাজ করা ঠিক হবে কিনা? এতে আমার পড়াশুনারও হেল্প হত পাশাপাশি এডসেন্স এর কাজটাও করতে পারতাম। এই টপিকের অনেক ডিমান্ড আছে দেখলাম। আপনি প্লিজ একটু সার্চ দিয়ে দেখে আমাকে বলুন। আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।

০.০১-১০ ডলার পর্যন্ত পে করা হয় এটা সাধারন এডের ক্ষেত্রে বলা হয়েছে, সাধারন এমনই হয় এডসেন্স এর CPC। তবে হাই পেয়িং এডে অনেক পাওয়া যায় তবে ঐরকম এডের জন্য অনেক উন্নত মানের কনটেন্ট প্রয়োজন হবে, ঐ এড পেতে হলে এডের কীওয়ার্ড নিযে বিশ্বমানের কনটেন্ট থাকতে হবে সোজা কথা দামী এডের জন্য দামী কনটেন্ট লাগবে এবং অবশ্যই বিষয়ের সাথে সামঞ্জস্য পূর্ণ। তো বুঝতেই পারছেন সামান্য এডটি আনতে কি অসামান্য পরিশ্রম করতে হবে। আর ভাল কথা এড দেখার জন্যই আপনাকে পে করা হবে তবে একবারের জন্য নয়। সাধারনত ক্লিক প্রতি পে করা হয় এবং বিপুল ভিজিট হলে দেখার জন্য। আর বন্ধুদের দিয়ে ক্লিক করানো? শুধু একটা কথাই বলব গুগলের ফ্রড এলগারিদম অনেক শক্তিশালী এসব সাধারন চালকি করার আগেই ধরা পড়বেন, অন্য পিসি থেকে ক্লিক? গুগল এক পিসি থেকে কতবার ক্লিক হয় সেটাতো দেখেই এছাড়া এডসেন্সে CPC বলে একটা কথা আছে যা আপনার ভিজিটের সাথে ক্লিকের শতকরা অনুপাত । এটা ১০% এর মধ্যে থাকা সবচেয়ে ভাল, ভিজিটের তুলনায় ক্লিক ২০% বা এর বেশী হলেই সমস্যা। আপনি এই টিউনটি দেখুন https://www.techtunes.io/internet/tune-id/8259/

@রিয়া আপু ইমেইল বা চ্যাটে এড্রেস দিলে তো ব্যান হবার কথা না। এড্রেস যদি নির্দিষ্ট কাওকে দেয়া হয় আর তারাই যদি খালি ক্লিক করে বা অনেক কে দিলেও যাদের দেয়া হবে তাদের কার্যক্রম যদি এডসেন্স এর নীতি বিরোধী হয় মানে এই শুধু এড ক্লিক ধরনের সে ক্ষেত্রে ছাড়া তো ব্যান হবার কথা না। সার্চের বেলায়ও একই কথা প্রযোজ্য।

Boss আমি একটা সহজ উপায় বলি, যেটা হল Google Alert, যেখান থেকে Top 10 article আর link send করা হয়। আপনি যদি article লিখতে পারেন তবে ওই link থেকে article copy করে এনে যদি Modification করে http://copyscape.com free করতে পারেন তবে ওই article টি অনেক ভাল মানের হয়। যেটা আমি নিজে করি r boss আমি এর জন্য &20-70& পেয়েছি ১ ক্লিক এ? More Help : 01739 456754