এক একটি ক্লিকের জন্য গুগল কত করে পে করবে? এর উত্তর আমি এর আগে একটি টিউনে পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল প্রতিটি ক্লিকের জন্য ০.০১-১০ ডলার পর্যন্ত পে করা হয়। কিন্তু গুগলে সার্চ করে অনেকগুলো সাইট আর ফোরাম পেলাম যেখানে high paying CPC keyword এর তালিকা পেলাম। সেখানে দেয়া আছে এমন কিছু টপিকের নাম যেগুলোর জন্য গুগল ৫০ ডলার পর্যন্ত দিয়ে থাকে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশী।
আমার জানতে ইচ্ছা করছে যে এগুলো কি আসলেই সত্যি কিনা। কারন সামান্য একটা এড দেখার জন্য এত বেশী কেন দেয়া হবে!! ধরলাম যে এটা সত্যি। পুরোপুরি না হলেও ২০ ডলার যদি হয়, তাও তো অনেক।
এখন আমি যদি সেরকম একটা কি ওয়ার্ড নিয়ে একটি সাইট বানাই (ব্লগ নয়) আর এডসেন্স এড বসাই। তারপর যদি আমি প্রতিদিন কয়েকজন বন্ধুকে সাইটের লিঙ্ক পাঠাই পাশাপাশি SEO এর কাজ করে যেতে থাকি তাহলে কি হবে? যাদের লিঙ্ক পাঠাবো তারা প্রতিদিন ১টা করে এড দেখলেও তো মাস শেষে ৬০০ ডলার!!!
আমি গুগল এডসেন্স সম্পর্কে খুব ১টা জানি না। কিন্তু আমার কমন সেন্স তো এটাই বলছে। জেনেছি যে নিজের এড নিজে ক্লিক করা যায় না। তা না হয় না করলাম, কিন্তু অন্য PC থেকে নিজে বা আর কাউকে দিয়ে যদি সরাসরি ওয়েব সাইটে না গিয়ে টপিক সার্চের মাধ্যমে আমার সাইটে গিয়ে যদি ক্লিক করে তাহলে প্রব্লেম কোথায়??
আমার জানা অনেক সীমিত। তাই এই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন, তাহলে please শেয়ার করুন
আমি সামাউন খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাহাহা একদম আমার মনে কথা বলেছেন,একসময় আমিও এমনি ভাবতাম।
যাই হোক ভাইয়া,গুগল সম্পর্কে আপনার তাহলে কোন ধারনাই নেই,এইটা কি জিনিস।
আমি আপনার বিরুদ্ধে(!) গুগলের জাস্ট ছোট্টো একটা ক্ষমতা কথা বলি।হাই পেয়িং কী-ওয়ার্ডগুলা দেখুন।একটু ভাবলেই বুঝতে পারবেন এই জাতীয় শব্দ নিয়ে আমেরিকান বা একজন পশ্চিমা বিশ্বের দেশের লোকই নেটে ঘাটাঘাটি করে তা তাদের জন্যই এগুলা উপযুক্ত।সুতরাং যেই মাত্র আপনার বন্ধুটি ঐরকম এডে ক্লিক করবে কিন্তু বলুনতো ওয়াশিংটন হেয়ার রিমুভাল ঘরনার প্রোডাক্টটা কি সে কিনবে?আর গুগল দেখল যে আপনার বন্ধুটির আইপি বাংলাদেশের….এইভাবে এক-দুই-তিন দিন পরই খেল খতম।
মনে রাখবেন ইন্টারনেট দুনিয়ায় গুগলের অজানা বলে কিছু নেই।আপনার বন্ধুতি স্বভাবত তার পার পিসি থেকে কি ধরনের সাইটে যায় তাঅ কিন্তু গুগল আগে থেকেই জানে,ঐ পিসির ক্যাশ,কুকি,হিস্ট্রি ঘেটে।সুতরাং….
http://techtoday4u.blogspot.com/