হতাশ… কিন্তু হতাশ হলে চলবে??

গুগল এডসেন্সের জন্য টপিক খুজসি। google trend & adword খুজলাম অনেক। কিন্তু যে টপিক মনে ধরে সেটাই দেখি কয়েক লক্ষ করে পেইজ আছে আগে থেকেই। ইচ্ছা ছিল মেডিক্যাল রিলেটেড কিছু লেখার, কিন্তু এই ব্যাপারে দেখি কয়েক কোটি পেজ রয়েছে!!!! এখন আমার কি হবে?? আমি টপি্ক পাই কই?? টপিক খুজতে গিয়েই যদি হতাশ হয়ে যাই, তাহলে এত দীর্ঘ পথ পাড়ি দিব কিভাবে??

Level 0

আমি সামাউন খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

প্লিজ প্লিজ প্লিজ অনুগ্রহ করে পোষ্টে টাইটেল দিন।নইলে ঢুকে মেজাজটা খারাপ হয়।আমি হয়তো এখানে কিছু বললাম না কিন্তু আপনার লিখাটা পড়েই তো মনে মনে আপনার চৌদ্দগুষ্ঠী উদ্ধার করে নিলাম।টাইটেল টা দেয়া কি এতো কষ্টের?
টপিক কোন সমস্যাই না।মানে সব টপিক নিয়েই নেটে আপনি অনেক কিছুই পাবেন তাই না।সুতরাং আপনার টপিক কি হবে?আপনি যেটা জানেন,যেটা পারেন,যেটাতে আপনার আগ্রহ আছে সেটাই হবে আপনার টপিক।লেগে থাকলে সাফল্য পাবেনই।

এতেই হতাশ হচ্ছেন? মজার একটা জিনিস শুনুন তাহলে, কেভিন হ্যাম নামের এক ব্যাক্তির নাকি ৩ লাখ ডমেইন নেমের মালিকানা আছে! যদি এই ৩ লাখের মধ্যে মাত্র ৫০,০০০ ডমেইন দিয়ে উনি প্রতি ডমেইনে ১০’টি করেও পাতা বানিয়ে রাখেন, তাহলেও হয় ৫ লাখ পাতা! অবশ্যই উনি একলা করবেন না এটা, উনি অল্প টাকায় ডেটা এন্ট্রি অপারেটা দিয়ে পাতাগুলি বানিয়ে নেবেন। তাহলেই বুঝুন, বিশ্বের যে জনসংখ্যা, সেই অনুপাতে কিন্তু প্রতিটি বিষয়ে কয়েক কোটি করে পেজ থাকা অস্বাভাবিক নয়। বিষয়ের তালিকা অল্প, পাতার সংখ্যা কয়েক কোটি তো হবেই? আজকাল ডমেইন+হোস্টিংয়ের দাম খুবই অল্প, ধ্বনী দেশগুলির লোকজন অনায়াসেই কয়েক শো ডমেইন কিনে ফেলছে। তাছাড়া আজকাল ফ্রি ব্লগ বানানো যায় এবং তাতে বিজ্ঞাপন দেওয়া যায়, অনেকেই একাধিক ব্লগ বানিয়ে রেখেছেন। যারা আয় করতে চান, তারা একাধিক বিষয়ের উপরে একাধিক ব্লগ করে ফেলেছেন। হতাশ নাহয়ে আপনাকেও একই কাজে লিপ্ত হতে হবে। জনসংখ্যা যতো বাড়বে, প্রতিযোগিতাও ততো হারেই বাড়বে। এটাই কি স্বাভাবিক নয়?

Good Responses