গুগল এডসেন্সের জন্য টপিক খুজসি। google trend & adword খুজলাম অনেক। কিন্তু যে টপিক মনে ধরে সেটাই দেখি কয়েক লক্ষ করে পেইজ আছে আগে থেকেই। ইচ্ছা ছিল মেডিক্যাল রিলেটেড কিছু লেখার, কিন্তু এই ব্যাপারে দেখি কয়েক কোটি পেজ রয়েছে!!!! এখন আমার কি হবে?? আমি টপি্ক পাই কই?? টপিক খুজতে গিয়েই যদি হতাশ হয়ে যাই, তাহলে এত দীর্ঘ পথ পাড়ি দিব কিভাবে??
আমি সামাউন খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্লিজ প্লিজ প্লিজ অনুগ্রহ করে পোষ্টে টাইটেল দিন।নইলে ঢুকে মেজাজটা খারাপ হয়।আমি হয়তো এখানে কিছু বললাম না কিন্তু আপনার লিখাটা পড়েই তো মনে মনে আপনার চৌদ্দগুষ্ঠী উদ্ধার করে নিলাম।টাইটেল টা দেয়া কি এতো কষ্টের?
টপিক কোন সমস্যাই না।মানে সব টপিক নিয়েই নেটে আপনি অনেক কিছুই পাবেন তাই না।সুতরাং আপনার টপিক কি হবে?আপনি যেটা জানেন,যেটা পারেন,যেটাতে আপনার আগ্রহ আছে সেটাই হবে আপনার টপিক।লেগে থাকলে সাফল্য পাবেনই।