আপনাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে আমি আমার একটা সাইট নিয়ে টেকটিউনস-এ একটা পোস্ট করেছিলাম স্পোকেন বিডি সম্বন্ধে। পোস্টটির লিংক হচ্ছে https://www.techtunes.io/edutunes/tune-id/184766 আজ বিংয়ে spoken bd লিখে সার্চ করে দেখলাম আমার সাইট ছাড়াও আরও একটা সাইটের লিংক। ওদের ফেসবুক ফ্যানপেজ থেকে ওদের সাইটের লিংকে গেলাম। দেখলাম হুবহু আমার সাইটটি কপি করা। ভাই ইউনিকোডে ইংরেজি আর বাংলা একসাথে টাইপ করা যে কতোটা কষ্টের তা যারা টাইপ করেন তারাই জানেন। দেখে খুব কষ্ট লাগলো। এভাবে চুরি!!!!!!! এখন আমাকে আপনারা হেল্প করুন আমি কি করবো? আমি ওদের সাইটকে পেনাল্টি দিতে চাই। প্লিজ প্লিজ প্লিজ যারা জানেন কিভাবে করতে হয় তারা আমাকে হেল্প করুন।
চোরের ফ্যানপেজ: https://www.facebook.com/Spokenbd
চোরের সাইটের লিংক: http://spoken.textilelearner.com/
আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি লিংকটি দেখুন । আশা করি সফলতা পাবেন
লিংক