সবাইকে সালাম জানাচ্ছি। আমি একটা অনেক বড় সমস্যায় পরেছি। এখানে যাদের ডোমেইন এবং হোস্টিং বিষয়ে জ্ঞান রয়েছে তাদের কাছে আমার একটা আনুরোধ জানাচ্ছি। আমার নিজের একটা ব্লগ সাইট আছে যেটা এই TT এরই অবদান। প্রথম পর্যায়ে আমি ফ্রী .TK ডোমেইন দিয়ে এবং ফ্রী হোস্টিং দিয়ে একটি ব্লগ সাইট করি। কিন্তু এখন আমি চাচ্ছি .com এবং Paid হোস্টিং নিতে কিন্তু সবকিছু আগের মতই রাখতে যেমন Alexa Rank, visitor, বাকি সবকিছু। মানে আগে ছিল helperblogbd.tk এখন চাচ্ছি helperblogbd.com কিন্তু সবকিছু আগের মতই থাকবে। এটা কি সম্ভব? সম্ভব হলে কিভাবে করতে হবে দয়া করে আমাকে জানালে অনেক কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এ ব্যপারে অভিজ্ঞ না।
তবে কোন অভিজ্ঞ টিউনারের সাড়া না পেলে আপনি একটা কাজ করতে পারেন। নতুন ডোমেইন কিনে বর্তমান সাইটের মতই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানান। তারপর বর্তমান সাইটটাকে এক্সপোর্ট করে নতুন সাইটে ইম্পোর্ট করুন। তারপর বর্তমান ডোমেইনকে নতুন ডোমেইনের দিকে ফরওার্ড করুন।
এতে করে আপনার ভিজিটর হারাবেন না।
কোন ব্যপার অস্পষ্ট থাকলে মেইল করতে পারেন [email protected]