ডোমেইন পরিবর্তনের জন্য সাহায্য চাই। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না। আমাকে একটু সাহায্য করুন।

সবাইকে সালাম জানাচ্ছি। আমি একটা অনেক বড় সমস্যায় পরেছি। এখানে যাদের ডোমেইন এবং হোস্টিং বিষয়ে জ্ঞান রয়েছে তাদের কাছে আমার একটা আনুরোধ জানাচ্ছি। আমার নিজের একটা ব্লগ সাইট আছে যেটা এই TT এরই অবদান। প্রথম পর্যায়ে আমি ফ্রী .TK ডোমেইন দিয়ে এবং ফ্রী হোস্টিং দিয়ে একটি ব্লগ সাইট করি। কিন্তু এখন আমি চাচ্ছি .com এবং Paid হোস্টিং নিতে কিন্তু সবকিছু আগের মতই রাখতে যেমন Alexa Rank, visitor, বাকি সবকিছু। মানে আগে ছিল helperblogbd.tk এখন চাচ্ছি helperblogbd.com কিন্তু সবকিছু আগের মতই থাকবে। এটা কি সম্ভব? সম্ভব হলে কিভাবে করতে হবে দয়া করে আমাকে জানালে অনেক কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমি এ ব্যপারে অভিজ্ঞ না।
তবে কোন অভিজ্ঞ টিউনারের সাড়া না পেলে আপনি একটা কাজ করতে পারেন। নতুন ডোমেইন কিনে বর্তমান সাইটের মতই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানান। তারপর বর্তমান সাইটটাকে এক্সপোর্ট করে নতুন সাইটে ইম্পোর্ট করুন। তারপর বর্তমান ডোমেইনকে নতুন ডোমেইনের দিকে ফরওার্ড করুন।
এতে করে আপনার ভিজিটর হারাবেন না।

কোন ব্যপার অস্পষ্ট থাকলে মেইল করতে পারেন [email protected]

ধন্যবাদ ভাই আপনার সাহায্যর জন্য। তবে আপনি যে ব্যাপারটা বলেছেন এটা আমি ভেবেছিলাম কিন্তু এতে আমি আমার সবথেকে কষ্টের যা হারাবো তা হল আমার Alexa ranking ja ekhon BD তে ৪৯৪০ এ আছে। মানে আমি আমার এত কষ্টের SEO হারাবো। আমি চাচ্ছি আমার নতুন ডোমেইন এ এগুলো রাখতে। কেউ এই বাপারে আমাকে সাহায্য করলে অনেক উপকৃত হবো।

Level New

আপনি .tk ডোমেইন ব্যবহার করতেন। এখন আপনি .com এ যেতে চান। এখন .com এ গেলে .tk এর র‍্যাংক কখনোই .com এ ট্র্যান্সফার করা যাবে না। আর ফরোয়ার্ড করলে .tk এর র‍্যাংক .tk এর থাকবে তবে .com এর জন্য মনে হয় আলাদা করে র‍্যাংক হবে না। .tk ডোমেইন না রাখাই ভালো। একটু কষ্ট হলেও আপনি .com ডোমেইন নিয়ে ভালোভাবে শুরু করুন। বর্তমান হোস্টিং থেকে ডাটাবেজ ও সিপ্যানেল এর ব্যাকআপ নিয়ে নতুন হোস্টিং এ আপলোড করুন ও ডোমেইন নেম সেটিং করে নিন। পোস্ট যেহেতু করাই আছে আর একটু কাজ করলেই আবার আগের পজিশনে ফিরে যেতে পারবে।
– যে কোন ধরনের প্রশ্নের জন্যঃ http://helpfulhub.com (সম্পুর্ন প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম)

ধন্যবাদ ভাই আপনার সাহায্যর জন্য। আমি ভাই নিজেই একটা সল্ভে বের করেছি সেটা হল। যেহেতু আমি যেমন চাচ্ছি এমন সম্ভব না তাই আমার নতুন ডোমেইন নেওয়ার পর .tk Hosting থেকে .com Hosting এ Redirect করে দিবো। এতে করে আমার দুইটি Hosting ই অক্ষুন থাকবে এবং চাইলে যখন তখন ফিরে আস্তে পারবো।
এর থেকে ভালো কোন সমাধান যদি কারো কাছে থাকে তবে দয়া করে বলবেন ধন্যবাদ।