সাহায্য করুন প্লিজ। ফায়ারফক্স এর বুকমার্ক গুলো কি ভাবে ব্যাকআপ নিব?

বিভিন্ন সমস্যার কারনে আমাকে প্রায়ই উইনডোস সেটাপ দিতে হয়। তাই প্রতিবার আমার ফায়ারফক্সের সেভ করা বুকমার্ক গুলো আর পাইনা।

ফায়ারফক্সের বুকমার্ক গুলা সেভ করে রাখার কি কোন উপায় আবে। কি ভাবে বুকমার্ক গুলো ব্যকআপ নেওয়া যাবে যাতে উইনডোস দেবার পর আমি আমার বুক মার্ক গুলা আবার ফিরে পাবো বা রিস্টোর করতে পারবো।

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে,ফায়ারফক্স ওপেন করে Bookmarks মেনু তে যান,
Bookmarks মেনু তে যাবার পর,উপরে Import and Backup নামে একটি অপশন পাবেন।
তারপর সেটাতে ক্লিক করে, “Export Bookmarks to HTML” সিলেক্ট করুন।
এবার যেখানে আপনি ব্যাকআপ রাখতে চান, সেই স্থান নির্বাচন করে,ফাইলটা সেইভ করুন।
পরবর্তীতে এই সেইভ ফাইলটা ব্যাবহার করার জন্য একই পদ্ধতিতে Bookmarks থেকে “Import and Backup” এ গিয়ে
এবার “Import Bookmarks from HTML”-এ ক্লিক করুন। তারপর ব্যাকআপ ফাইলটা যেখানে সেইভ করেছিলেন,সেখান থেকে সিলেক্ট করে Open করুন।
আশা করি, এভাবে পুনরায় আপনি আপনার বুকমার্কগুলু পেয়ে যাবেন।
ধন্যবাদ 🙂

আপনি Firefox-এর Xmarks Sync এড অনস টিও ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার বুকমার্কগুলো (এমনকি ব্রাউজিং হিস্টোরীও) অনলাইনে সংরক্ষণের সুবিধা দেয়। ফলে আপনি যে কোন স্থানে যে কোন পিসিতে আপনার বুকমার্কগুলো সিনক্রোনাইজ করে নিতে পারবেন।

    @সাইকেলের পাইলট™: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাদের হেল্প নেবার জন্য টিটিতে আসি আর আপনারা ও আমাদের মত নতুনদের কে হেল্প করেন যা আজকের সময়ে অনেক দূর্লভ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ@Binary Romel: @Binary Romel:

    @Binary Romel: আপনাকে ও অনেক অনকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।

maj khan deya ame o jayanna gelam

হাচা কইতাছেন………………….

হ ভাই হাচা কইছি