AVAST Internet security নিয়ে প্রবলেম ফেইস করছি, দয়া করে একটু সাহায্য করেন ।

আমি সাধারনত KASPERSKY use করি কিন্তু এটি র‍্যাম বেসি ব্যবহার করে বলে কাল AVAST Internet security install দিলাম, Trial mode এ সবকিছু ভালই চলছিল কিন্তু কাল যখন Activision key ফাইল দিয়ে আক্টীভ করলাম তখন Avast internet security পুরপুরি active হল আর তার সাথে সাথে নেটওয়ার্ক firewall ও active হয় । তারপর ঝামেলার শুরু,  এখন আমার Main সমস্যা টি হল আমি যখন GP Modem দিয়ে কানেক্ট করি তখন Connect হয় কিন্তু ইন্টারনেট এ ঢুকা যায় না no internet connecton দেখায়। আর Modem এ connect হওয়ার পরও Windows এর Connection Icon click করলে not connected দেখায় আর cross চিহ্ন দেখায় , অন্য মডেম দিয়ে try করসি একই ফলাফল ।

Avast er Firewall এ গিয়া home, work আর public mode সবগুলা select করসি but কাজ হয়না ।

AVAST এর Firewall setting নিয়া অনেক গুতাগুতি করলাম কোন কাজ হলো না। পরে নেট না চালাতে পেরে AVAST uninstall করে দিতে হইসে ।

এখন আমি বুঝতে পারছিনা এই প্রবলেম কেন হচ্ছে , আমার কি Avast এর কোন setting Change করতে হবে না অন্য কোন কারনে এই সমস্যা হচ্ছে ?

যদি কেও সমাধান দিতেন তাহলে চির কৃতজ্ঞ থাকতাম ।

আর আমি Windows 8 Use করছি  (Full Activated)

Tune টি পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি tanvir222। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস