ওয়ার্ডপ্রেস, অ্যান্ড্রয়েড ট্যাব, ডোমেইন, হ্যাকিং, ব্লুটুথ এবং মনিটর এর জন্য হেল্প পোষ্ট, হেল্পান প্লিজ

আমার বেশ কিছু দরকার ছিল ... দয়া করে কেউ যদি আমাকে সাহায্য করেন তাহলে খুব ভাল হতো...

১. ওয়ার্ডপ্রেস সাইট এর সাইডবার এ স্লাইডশো উইজেট যোগ করতে চাচ্ছি। কী ভাবে করবো ? বা কোন প্লাগিনটা সবচেয়ে ভাল হবে ???

২. ওয়ার্ডপ্রেস সাইট এ টোটাল হিট দেখানোর কোন উইজেট আছে কী ? আমার সাইট ইতিমধ্যই জ়েটপ্যাট ইন্সটল করা।

৩. ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে আমার ব্রডব্যান্ড সংযুক্ত উইন সেভেন পিসি থেকে আমার সনি এরিকসন C902 কোয়ান্টাম অফ সোলেস 007 এ নেট চালাবো কী ভাবে ??

৪. ট্যাব কিনবো… কোনটা ভাল হয় ???

৫. মাল্টি মনিটর পিসি কীভাবে ব্যাবহার করবো ?

৬.              Windows\system32\drivers\etc\hosts    থেকে ফোন হোম কীভাবে ডিজএবল করবো... চেষ্টা করলাম হয় না।

টেকিরা হেল্পান প্লিজ ....

৭. একটা .info ডোমেইনের দাম কতো ?? সবচেয়ে সস্তায় ভাল ডোমাইন কোথা থেকে পাওয়া যায় ???

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HTML আর CSS জানলে নেট থেকে ফ্রী স্লাইডার ডাউনলোড করে থীমে বসাতে পারবেন নাহলে গুগলে প্লাগিন সার্চ করুন । আর info নিতে চাইলে নেমচিপে যান । ওরা info তে স্পেশান ছাড় দিচ্ছে , মাত্র চার ডলার

    Level New

    @ক্রিস্টাল হার্ট: .infoর জন্য ধন্যবাদ 🙂

    কিন্তু গুগলে অনেক সার্চ দিয়েও উপযুক্ত প্লাগিন টা পেলাম না…. 🙁