আমার নোটবুকের হার্ড ডিস্কের সমস্ত পাটিশন ডিলেট হয়ে গেছে। আমি WintoFlash সফটওয়্যার দিয়ে একটি বুটেবুল XP তৈরী করছিলাম Source File ঠিকই দেখিয়েছিলাম কিন্তু Path সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম। যার ফলে Path অটমেটিক অন্য কোন ড্রাইভ সিলেক্ট হয়েছিল। আমি খেয়াল না করেই Run এ Click করাতে আমার সমস্ত Drive Format হয়ে একটি হয়েগেছে। কিন্তু আমি বুঝলামনা Format হলে একটি Drive Format হবার কথা ছিল কিন্তু সমস্ত Drive ফরমেট হলো কিভাবে? আমি আমার লোটবুক ঐ অবস্থাতেই রেখে দিয়েছি। দয়া করে কেউ বলবেনকি কিভাবে আমি আমার সমস্ত পাটিশন ফিরে পেতে পারি। আমার External CD Drive নাই। আমার Notebook এ এখন কোন অপারেটিং সিস্টেম দেয়া নাই। আমার কাছে হিরেনস বুটের Zipএবং Iso ফাইন আছে আমি কিভাবে ঐটাকে USB তে বুটেবুল করবো। দয়া করে একটু তাড়াতাড়ি বললে ভাল হতো।
আমি মোঃ রাশিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২
আপনি এটা দেখতে পারেন আশা করি ফিরে পাবেন, তবে এই সাহায্যের পোষ্ট এই ক্যটাগরীতে করবেন না, সাহায্য বিভাগ সিলেক্ট করবেন। http://www.pchelpcenterbd.com/archives/3417