ওয়েব Develope এর কাজ শিখতে চাই। তাই অভিজ্ঞ টিউনার ভাইদের মতামত চাই। আমি সিলেটে থাকি তাই আমি সঠিক ভাবে জানতে পারছিনা।

যে কোন বিষয়ে বিশেষ করে কোন গুরুত্বপূর্ণ কাজ হাতে নেয়ার পূর্বে যে বিষয়ে যে অভিজ্ঞ এবং সফল তাদের কাছ থেকে মতামত সেই সাথে দুয়া অবশ্যই নেয়া প্রয়োজন। আর এই দৃষ্টিকোন থেকে আমি আবারও আমি আমার অভিজ্ঞ টিউনার ভাইদের কাছ থেকে মতামত চাচ্ছি। এর পূর্বে আমি টিউনটি করেছিলাম করে রেজওয়ান ভাই এবং বিপ্লব ভাইদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাই। তার পর আবার আমি চাচ্ছি টিনটিন,মঈন,শাকিল আরফিন,হাসিব,মেহেদি,রনি,রিয়া,আমিনুল ইসলাম সজিব এই রকম অভিজ্ঞ টিউনার ভাই/বোনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও কার্যকারী তথ্যের আশা করছি। আর আমরা যারা প্রাতিষ্ঠানিক ভাবে শিখতে চাই আমাদের চ্যাট আইডি দিয়ে মতামত জানাই।
আমি প্রফেশনাল ওয়েব Developer হতে গেলে আমার কি কি জানা প্রয়োজন তা অভিজ্ঞদের কাছ থেকে জানতে চাই। তাই দয়া করে আমাকে এই বিষয়ে আপনাদের যতাসাদ্য চেষ্টা করবেন আশা করি। আমি Freelance সাইট গুলো থেকে ডাটা এন্ট্রির কাজ করে আসছি। কিন্তু এই কাজ খুব সময় সাপেক্ষ এবং অনেক বিরক্তিকর কাজ তা আপনারা সবাই কম বেশি জানেন। তাই আমি কয় একদিন থেকে চিন্তা করছি যে, কি ভাবে অল্প সময় ব্যয় করে Freelance থেকে টাকা ইনকাম করা যায়। আর এই চিন্তা/কল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম।

আমি অনেক সময় পত্র পত্রিকায় এবং বিভিন্ন Magazine দেখেছি যে, জুমলা এবং পি এইচ পি শিখে ফ্রিলেন্স সাইট গুলো থেকে কাজ নিয়ে সহজে টাকা ইনকাম করুন। আসলেই কি ভালবাবে জুমলা এবং পি এইচ পি শিখলে ফ্রিলেন্স সাইট গুলো থেকে কাজ পাওয়া যাবে বা আমি সঠিক ভাবে উক্ত কাজের Admin কে আকৃষ্ট করতে পারব ?
এছাড়া অন্য কোন ভাল কাজ আছে কি যা শিখে Freelance সাইট গুলো থেকে কাজ করে ১০০% লাভবান হতে পারব বা আমার সাথে অন্যরাও লাভবান হতে পারবে ?
জুমলা বা পি এইচ পি কাজ গুলো কি আমি বিডিও টিউটরিয়াল বা ধারাবাহিক পর্ব পড়ে সঠিক ভাবে শিখতে পারব ? না যে কোন ভাল প্রতিষ্ঠান থেকে শিখতে হবে তা জনতে চাই ?
আশা করি এই প্রশ্ন/সমস্যা গুলোর সঠিক উত্তর/সমাধান দিবেন অভিজ্ঞরা তাদের বাস্তব্য জ্ঞান থেকে।
আমার মনে হয় আমার সাথে আরও হাজার জনের মতের মিল পড়বে। কারন সবাই চায় তার নিজের মত পৃথিবী হক। আমাদের আশ পাশ সব ধরনের ব্যবসা চাকুরির ক্ষেত্রে এগুয়েমী চলে আসছে।

তাই বর্তমান কিছু তরুন সমাজ ইন্টারনেট ভিত্তিক ব্যবসা এবং স্বাধীন চাকুরি খুজে বেড়ায়। কিন্তু সঠিক জ্ঞান এবং সঠিক পরিচালনার অভাবে সেই সাথে পরিবেশের অভাবে তা বিকাশ ঘঠতে পারছেনা। তাই আপনাদের মধ্যে অভিজ্ঞ যারা তারা আমাদের সঠিক জ্ঞান এবং সঠিক র্নিদেশনা দিয়ে পরিচালনা করেন তাহলে একটা দেশের মধ্যে প্রযুক্তি বৈষম্যতা বাড়বে না।

একজন অভিজ্ঞ এই কাজ হাতে নিলে আমার মনে হয় অনেক অভিজ্ঞ পাশে এসে দাড়াবে। যেমনটি এই টেকটিউনস প্রাল্টর্ফম তৈরি হয়েছে অভিজ্ঞ সেই সাথে অনভিজ্ঞ দের নিয়ে। যার পরবর্তি ফলাফল খুব না হক একটু ভাল হতে পারে ই-কর্মাস এর জন্য (প্রয়োজন থেকে মানুষ আভিষ্কার করে আর আভিষ্কার করতে না পারলে বক্তব কবিতা গান সাহিৎতের মাধ্যমে আর আমরা টেকটিউন ব্লগের মাধ্যমে অভিজ্ঞদের সজাগ করে দেই)

Level New

আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আর একটি কথা লিখতে ভুল হয়েছে তা হল——আমাদের টেকটিউনে যারা ওয়েবের বিষয়ে খুব অভিজ্ঞ তাদের মাঝে কেউ আমাদের কে প্রতিষ্ঠান ছাড়াও শিখান তাহলেও শিখব।

    শেখাব তবে আমার ফার্মে চাকরী করতে হবে

ভাই আিম েকান রকম HTML টা পাির। প্রেয়াজন হেল বলেত পােরন। তেব তার আেগ আমােক একবার এখােন িটউন করার বুিদ্ধটা েদন আিম িটউন করেত পারিছনা। মেন হয় আমার িটউনার প্যােনেল সমস্যা হেয়েছ। িক ভােব িটউন করব আমােক িক একটু বলেবন।

অেনক ধন্যবাদ।
সজল রানা।
Mail: [email protected]
website: http://www.moushumi.webs.com

“”আমি অনেক সময় পত্র পত্রিকায় এবং বিভিন্ন Magazine দেখেছি যে, জুমলা এবং পি এইচ পি শিখে ফ্রিলেন্স সাইট গুলো থেকে কাজ নিয়ে সহজে টাকা ইনকাম করুন””এই কথাটি শুনতে যত ভালো লাগে আসলে কাজটা অনেক কঠিন।সুবিধাবাদীরা এই কথাটি তাদের ইচ্ছামত ব্যবহার করে সুবিধা নিতে চায়।তাই সাবধান থাকুন।তবে ভালো ওয়েব ডেভেলোপার হতে পারলে ভাল ইনকাম করতে পারবেন একথা সত্যি।প্রাথমিক ভাবে আমি আপনাকে Html & java schript শিখার জন্য বলব তারপর পিএইচপি আর মাইএসকিউএল ।এগুলো একই প্লাটফর্মের আর জুমলাটা আলাদা প্লাটফর্ম।আপনি http://w3schools.com/ এবং http://www.echoecho.com/html.htm এই দুইটা লিংক সহজেই এগুলো শিখতে পারবেন।ভালো থাকবেন

Level 0

ami raji asi apner firm e chakri korte kinto amake sikhate hobe

To know these kinds of programming language you can search the google. There are logs of online tutorial which provides to lean these. To learn Html5 and Css3 you need to visit https://html5andcss3.org
you can also find the ebook on this website