আমার একটি ২ জিবি মোবাইলের মেমোরি কাড আছে। আমি সেটি তে পাসওয়াড দিয়ে রেখেছিলাম কিন্তু আমার বন্ধুরা সেই পাসওয়াটি কোনো ভাবে জানতে পেরে যায় এবং সেটি চেঞ্জ করে দেয় তার ফলে আমি আর মেমোরি কাড টি ওপেন করতে পারছি না। আপনারা কেউ যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি খুব উপকৃত হব। যদি কোনো পাসওয়াড রিমুভার সফটওয়ার দিয়ে সাহায্য করেন তাহলে আরো উপকার হয়।
আমি সুদীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://dymzworld.wen.ru/others.html থেকে MMC Password Finder (Full).sis করূন।
>> kiron