আস-সালামু আলাইকুম।
সবার জন্য শুভ কামনা রইল। একটি ট্যাব কেনার জন্য ডিসিশন নিতে আমি ট্যাব ব্যবহারকারিদের সদয় সহযোগিতা চাই।
বেশির ভাগ ট্যাবে ওয়াই-ফাই এর মাধ্যমে নেট কানেকশন পেতে হয়।
আমার প্রশ্ন হলঃ
১)আমি কি জিপি/সিটিসেল মডেমকে এসব ট্যাবে কোনভাবে ব্যবহার করতে পারব?
২)পারলে, কিভাবে?
৩) রাউটারে কি জিপি/সিটিসেল ইউএসবি মডেমকে কানেক্ট করা যায়?
উল্লেখ্য যে, আমি একটি উপজেলা সদরে থাকি যেখানে ওয়াই-ফাই জোন নাই।
অন্য একটি প্রশ্নঃ
নেট কানেকশন সুবিধার কথা বিবেচনা করে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, আমার কোনটি কেনা উচিত বলে মনে করেন?
এনড্রয়ড ট্যাব না কি এনড্রয়ড ফোন???
প্লিজ, জলদি পরামর্শ দিন।
আমি হায়দার জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।