আমার উইন্ডোজ এক্সপিতে অভ্র ইনস্টল করা আছে।এখন আমি বাংলায় ফাইল/ফোল্ডারের নাম লিখতে চাই,কিন্ত কিভাবে লিখবো? পুরো উইন্ডোজের ফন্ট না পাল্টিয়ে এটি করা যাবে কি?একবার ফন্ পাল্টিয়ে বেশ বিপদে পড়েছিলাম।বাংলায় ফাইল/ফোল্ডারের নাম লেখার জন্য জন্য আলাদা কোন সফটোয়্যার লাগবে কি? লাগলে সেটি কোথায় পাবো বলে দিবেন।বাংলায় ফাইল/ফোল্ডারের নাম লেখার বিষয়ে কিছু টিপস জানালে উপকরৃত হবো।
যতোই লিখছি তবু পোস্ট too short হয়ে যাচ্ছে।এতো ছোট প্রশ্ন টেনেটুনে ৪০ শব্দে নিলাম!!!!!
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
আপনার যদি অভ্র ইনস্টল করা থাকে তাহলে আর কিছুই লাগবে না। এটি দিয়েই বাংলায় ফোল্ডার বা ফাইলের নাম লিখা যায়।
প্রথমে অভ্র চালু করুন এবং অভ্র’র কিবোর্ড অপশন থেকে ইউনিজয় (ইউনিকোড সমর্থিত বিজয় কিবোর্ড লেআউট) সিলেক্ট করুন। এবার রিনেম করুন এবং এবং আপনার পছন্দসই নাম লিখুন। বাস হয়ে গেল।