আসসালামু আলাইকুম, সবাইকে লাল গুলাপের একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি । দীর্ঘদিন ধরে টেকটিউনসের সাথে আছি এবং বিভিন্ন সময় সবাইকে সচেতন করার জন্য টিউন করে যাচ্ছি। আজ আমি এই সময়ের একটা জটিল সমস্যা সমাধান এর জন্য অভিজ্ঞদের সাহায্য কামনা করছি , Suddenly Google থেকে ভিজিটর একদম কেমে গেছে (৫০০-৫০০=০)
আপনার সাইট এ ৫০০ ভিজিটর গুগুল থেকে আসত Suddenly গুগুল থেকে কোন ভিজিটর পাচ্ছেন না
অথচ আপনি কোন ইলিগেল এবং কপিরাইটেড ফাইল রাখেন নি তারপর ও গুগুল থেকে ভিজিটর কমে গেছে ।
এই সমস্যা টা অনেকেই সম্মখিন হচ্ছেন সম্প্রতিক সময়ে যারা নতুন অথবা পুরাতন ব্লগ করেছেন তাদের ব্লগ এ যদি Suddenly গুগুল থেকে কোন ভিসিটর না আসে তাহলে কুভ ই দুঃখ জনক হবে, নতুন এই সমস্যা টার কারন টা কি, যারা অভিজ্ঞ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে অনেকেই এই সমস্যার সমাধান পাবেন।
আমি প্রতিবাদী মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Apon Ahmed
জি ভাই আমারো এক অবস্থা আমার ৩টা ওয়েব সাইট গুগলের ফাস্ট পেজ এ ছিল কিন্তু এখন ২ নাম্বার পেজ এ গেছে