বাংলা লায়ন মডেম ব্যবহার করে কিছু নির্দিষ্ট সাইট ওপেন হচ্ছে না। কয়েকদিন আগেও একই (বাংলা লায়ন মডেম) ইউজ করে সাইটগুলো ওপেন হয়েছিল।
কয়েকদিন পর আবার ওপেন হবে। কোন নির্দিষ্ট সময় নেই। মাঝে মাঝে (৩, ৪ দিন ওপেন হয় না, পরে আবার ওপেন হয়)।
যাচাই করে দেখা গেল, একই DNS ব্যবহার করে যতগুলো সাইট হোস্ট করা হয়েছে ... একটাও ওপেন হচ্ছে না। "the site is currently unavailable" ধরনের মেসেজ আসে।
ঠিক একই কম্পিউটারে অন্য মডেম (GP or Zoom Ultra) ব্যবহার করে উক্ত সাইটগুলো ব্রাউজ করা যাচ্ছে।
ব্রাউজার চেন্জ করে দেখা হয়েছে। এন্টি ভাইরাস আন-ইনস্টল করেও দেখা হয়েছে, যাতে ফায়ারওয়ালের প্রোব্লেম কি না কনফার্ম হওয়ার জন্য।
কিন্তু কাজের কার কিছুই হয় নি।
আর "বাংলা লায়ন" এ সাপোর্টের জন্য টিকিট পাঠালে ও তো কোন উত্তর পাওয়া যায় না।
আপনাদের কি জানা আছে "বাংলা লায়ন মডেম " এর এই ধরনের সমস্যার কারন কি এবং উপায় কি?
আমি Student। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
use Hotspot Shield