সাহায্যঃ সাহায্য চাই ! সাহায্য চাই! সাহায্য চাই!

আমি টেকটিউনে নতুন এসেছি । আমি জানি এখানে অনেক পারদরশী টিউনার আছেন। আমি একটা সমস্যায় আছি। আমার পিসিতে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। আর তা হলো কোন কিছু সেটআপ দিতে গেলে নিচের মেসেজটি দেখা দেয়।

এর ফলে কোন কিছু সেট আপ দিতে পারি না। এই ব্যাপারে আপনাদের কাছে সাহায্য চাই।

Level 0

আমি জহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

xp reinstall din

    কতবার xp setup দিয়েছি তার হিসাব নাই।মিনিমাম ১০০ বার। ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

ভাইরাস আসে।

    আমার Computurea Partisation দিয়েছি ভাই।ভাইরাস আসেব কোথাথেকে।ধন্যবাদ আপনাকে।

জহিরুল ভাই, আপনার পিসিতে সম্ভবত এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, এই এরর মেসেজটি দেখানোর কারন হচ্ছে, মিসিং সিস্টেম ফাইলস এবং ব্রোকেন সিস্টেম রেজিস্ট্রি স্ট্রাকচার। এর ফলে পিসি স্লো, সিসটেম ফ্রীজ, শাটডাউন এবং স্টাটআপ প্রবলেমস এবং ইনস্টলেশন সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনি রেজিস্ট্রী ক্লীনার বা রিপেয়ার ব্যবহার করুন এবং রেজীস্ট্রী ফাইল রিপেয়ার করুন। এতে করে আপনার সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। রেজিস্ট্রী ক্লীনার টুলটির জন্য এই টিউনটি দেখুন।
https://www.techtunes.io/download/tune-id/14255/
এখানে রেজিকিউর নামে একটি টুলস পাবেন তা ডাউনলোড করুন, ক্র্যক করুন এবং ব্যবহার করুন। আশা করি আপনার প্রবলেম সলভ হবে। একটি গুরুত্বপূন বিষয় হল সবক্ষেতে অপারেটিং সিস্টেম রি-ইস্টল সঠিক সমাধান নয়। ধন্যবাদ।

সবচেয়ে ভাল হয় ফুল ইন্সটল দিন আপনার অপারেটিং সিস্টেম।

apni onno jon thaka xp cd niya install kora dakun problem hoy kina.karon xp cd-tha majer modha kichu file missing thaka.
http://24earnmoney.blogspot.com