দয়া করে মনে কেউ কিছু নিবেন না, আমি একটু ভেবে চিন্তে একাজ করলাম। কারণ দেখলাম সাহায্য বিভাগে, যে অবস্থা তাতে সেখানে কিছু বলতে গেলে একেতো যারা আছে তাদেরকে কোন সমাধান ছাড়ায় বক্স থেকে হারিয়ে যেতে হবে। আবার আমার কিযে হবে তা আল্লাহ পাকই ভাল জানেন। তাই এখানে এই লিখা উপস্থাপন করায় আমি ক্ষমা চাই। এবার কথা মূল কথায় আসি, এর আগে এক ভাই এব্যপারে একটু লিখা লিখি করেছিল। কিন্তু তার লিখায় আমার চাহিদাটি ছিল না। আর এখন তার লিখাটিও পাওয়া মুশকিল। নতুবা বিশেষ করে তিনার কাছেয় বিষয়টি পরিষ্কার হতে চাইতাম। বিষয়টা হলো আমরা যখন কোন ওয়েব পেজ ওপেন করি তখন আমরা তার ঠিকাটি এভাবে লিখি http://www.techtunes.io । কিন্তু এরতো একটা কোড এর মাধ্যমে এগুলো ওপেন হয়ে থাকে অর্থাৎ 304.25.23.12 এর মাধ্যমে। আমি যা জানতে চাই তা হলো আমি কি ভাবে কোন সাইটের কোড জানতে পারব। দয়া করে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন প্লিজ। এজিনিসটা আমার অতিবো প্রয়োজন। প্লিজ...প্লিজ....প্লিজ....প্লিজ...প্লিজ...প্লিজ....প্লিজ
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকলেই এক ভাবে একটা বিষয় দেখে? না কক্ষনো, সবাই সবার নিজের মত করে দেখে, যা অধিকাংশই ভিন্ন
আপনি এই লিঙ্কটি http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php অনুসরণ করুন। ওয়েব এড্ড্রেস লিখে সাবমিট করলেই আপনি কাঙ্খিত আইপি পেয়ে যাবেন।