হা ভাই আমি কয়েক দিন আগে একটি চাকরীর এ্যাপ্লিকেশন (আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো:) করেছি, এ্যাপ্লিকেশ ফরমটি মাইক্রোসফট ওয়াডের তৈরী, কিন্তু এর নির্ধারিত স্থান ছাড়া, সব স্থান ইডিট করা যায় না। আমার খুবই জানতে ইচ্ছে করে এ্যাপ্লিকেশ ফরমটি কিভাবে তৈরী করা হল?
এমন কোন ভাই কি আছেন? যিনি বলতে পারবেন এ্যাপ্লিকেশ ফরমটি কিভাবে তৈরী করা হল?
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঐ ওয়ার্ড ফাইলটার একটা স্যাম্পল দিতে পারলে দেখে বলতে পারতাম। পারলে মিডিয়া ফায়ারে আপলোড করে লিঙ্ক দেন।