টিটি সহ আরও অনেক ব্লগে 3D চশমা/মুভি দেখা সম্পর্কে প্রচুর টিউন দেখলাম কিন্তু কোনটাতেই ওই সমস্ত টিউনগুলোর রিভিউ ভাল পেলাম না। অগুলো আসলে কতটা কাজ করে কেও সেটা ভাল মত বলতে পারছে না।
এখন সমস্যা হচ্ছে আমার LCD Monitor এ 3D দেখতে হলে কি কি করা লাগবে এই ব্যাপারে একটু বিস্তারিত জানা দরকার ছিল।
অনেকেই অনেক টিউন করছে ঘরে বসেই নিজে হাতে 3D চশমা বানানর জন্যে কিন্তু সেইগুলা আসলে কতোটা কার্যকরী সেই বিষয়ে আমার সন্দেহ আছে। আমি 3D গ্লাস কিনতে রাজি আছি। কোনটা কিনলে ভাল হয় আমাকে একটু জানাবেন। কোন ব্র্যান্ডের টা কাজে লাগবে সেটাও জানা দরকার। কারন 3D Glass এর অনেক প্রকারভেদ দেখলাম। দাম কোনও ব্যাপার না। ব্র্যান্ড বলেন।
এরপর আসা যাক Monitor এর কথায়। আমার Monitor হচ্ছে ২০ ইঞ্চি LCD Monitor. এটা 3D মনিটর না। কিন্তু এইটাতে আমি যদি 3D SBS/ Anaglyph মুভি নামিয়ে দেখি তাহলে কিরকম চশমা লাগবে? আদৌ কি দেখা যাবে? জানি পুরোপুরি স্বাদ পাওয়া যাবে না। কিন্তু ৮০% থেকে ৯০% মজা তো পাওয়া যাবে!
ভাই ও বোনেরা দয়া কইরা শীগগির আমারে সাহায্য করেন নাইলে কইলাম এই শীতের রাইতে গায়ের মইধ্যে পানি ঢাইলা দিমু! হাতে কইলাম মগ ভর্তি পানি লইয়া ঘুরতাছি! 😀
আমি বোকা ডাকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nObOdY iS pErFeCt. i'M nObODy
দুই ধরনের চশমা পাওয়া যায়।
১) http://www.berezin.com/3d/images/anaglass2.jpg (২০০-২৫০ টাকা)
২) http://bit.ly/VCkY3c ( ৪০০ টাকা)
আমি দুটি চশমা ই ব্যবহার করেছি। আমার কাছে ১ নাম্বার টি ভাল লেগেছে। একই রকম সারভিস দেয় দুটি। আপনি যদি চশমা ব্যবহার করেন তাহলে ২ নাম্বার টি ইউস করতে পারেন।
ঠিক এই রকমঃ http://bit.ly/Uo7Akq
চশমা কিনার পর, আপনাকে HSBS বা SBS 3D মুভি থাকতে হবে।
গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
http://yify-torrents.com/browse-movie/0/3D/All/0/latest
এরপর আপনার লেটেস্ট KM Player লাগবে। [এভারেজ পিসি এর জন্য]
আপনার যদি হাই কনফিগারেশন এর পিসি আর গ্রাফিক্স কার্ড থাকে তাহলে Stereoscopic Player টি ব্যবহার করলে আরো ভাল হবে।
এরপর প্লেয়ারদিয়ে আপনার 3D Movie টি রান করান এবং KM Player এ 3D বাটন এ চাপ দিন। এবার চশমা চোখে দিয়ে উপভোগ করুন 3D !!!!! 😀
এই 3D Video টি দেখতে ভুল্বেন নাঃ http://www.youtube.com/watch?v=FSGfN9rr78Q