আমি আজ একটা উবুন্টু সিডি পেয়েছি কিন্তু প্রথমে এটাকে লাইভ সিডি হিসাবে চালাতে গিয়ে দেখলাম এটাতে ইউজার নেম এবং পাসওর্য়াড চায় আমি এখন কোন ইউজার নেম এবং পাসওর্য়াড দেবো? আমি তো কোন ইউজার নেম এবং পাসওয়ৃাড জানি না। প্লিজ একটু বলেন............
.................................................................................................................
আমি আজ একটা উবুন্টু সিডি পেয়েছি কিন্তু প্রথমে এটাকে লাইভ সিডি হিসাবে চালাতে গিয়ে দেখলাম এটাতে ইউজার নেম এবং পাসওর্য়াড চায় আমি এখন কোন ইউজার নেম এবং পাসওর্য়াড দেবো? আমি তো কোন ইউজার নেম এবং পাসওয়ৃাড জানি না। প্লিজ একটু বলেন............
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইউজারনেম ও পাসওয়ার্ড তো চাওয়ার কথা নয় । দুটি ঘরই খালি রেখে বা দুটিই root দিয়ে বা দুটিই user দিয়ে ট্রাই করুন । তবে আমার জানা মতে পাসওয়ার্ড চাওয়া কথা নয় । আপনার ভার্সন কোনটা ?