সাহায্যঃ কম্পিউটার সমস্যা: সাহায্য চাই (help)

ভাইয়ারা, দুই দিন হল আমার কম্পিউটারে একটা সমস্যা দেখা দিয়েছে।

rr

অনেক exe setup ফাইল সাদা হয়ে গেছে। ডাবল ক্লীক করলে ওপেন হয়না। ইরর দেখায়। যেগুলো আগে ইনস্টল করেছিলাম সেগুলোর অনেক গুলোও সাদা হয়ে আছে। চালু হয়না। এর প্রতিকার জানালে উপকৃত হব।

err

Level 2

আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা কিছু ভাল, সবই চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে ।কিছু কিছু ভাইরাস আছে যেগুলো exe ফাইল ডেমেজ করে দেয়।আমার আগের পিসিতে ভাইরাস ঢুকেছিলো, আমি কোনো exe ফাইল ওপেন করতে পারছিলাম না,ফাইল ওপেন করলে এরর মেসেজ আসতো ।আপনি ভাইরাস রিমুভ করে ,যেগুলো যেগুলো ফাইল ওপেন হচ্ছে না সেগুলো আনইনস্টল করে ইনস্ট করে নেন ।

    Level 2

    আনইনস্টল ও করা যাচ্ছে না। আবার সেটআপ ফাইল ও ওপেন হচ্ছে না। মনে হয় শেষ পর্যন্ত এক্স পি ই সেটআপ দিতে হবে।

Level 0

স্কাই ভাইয়ের মত আমারও মনেহচ্ছে ভাইরাস ঢুকেছে, তবুও একটা প্রশ্নঃ আপনার উইন্ডোজে কি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন ?

    Level 2

    না ভাই, পাসওয়ার্ড দেই নি।