HTML, PHP, WORDPRESS এবং বাদ বাকি সব নিয়ে কিছু কথা (ভালভাবে বুঝতে চাই)

প্রিয় টিটি ভাই এবং বন্ধু গন ,

প্রথমেই আপনাদের সম্মান জানাই । এবং সুবেচ্ছা ।

আমি টিটিকে অনুসরন করছি দীর্ঘ এক বছর আগে থেকে । দীর্ঘ ছয় মাস দুই সপ্তাহ আগে টিটিতে রেজিস্ট্রেশন করি । এতদিন ধরে আপনাদের টিউন গুলো অনুসরন করে অনেক কিছু শিখেছি এবং কম্পিউটার সম্বন্বে অনেক ধারনা অর্জন করেছি । হ্যা প্রতিনিয়ত বা প্রতিদিন টিটিতে আসতে পারিনি । তাই হয়তো অনেক কিছু মিস করেছি আজ হয়তো সেই বিষয়ে কিছু বলবো ।

টিটির কিছু দক্ষ  HTML, PHP, ডেভলপার ভাইগন আমার মতন টিটির সকল ছাত্রদের HTML, PHP ইত্যাদি সমন্দ্বে শিক্ষা এবং ধারনা দেওয়ার উদ্দেশ্যে জথা সম্ভব বুঝানোর চেষ্টা করে থাকেন । আমরা সবই বুঝতে পারি কিন্তু HTML, PHP এর কোড গুল লেখার জায়গা খুজে পাইনা বা বুঝতে পারিনা যে কোড গুলো কোথায় লেখতে হবে । কি ভাবে লিখতে হবে সেইটা তো আপনারাই শিখাইছেন ।

আমার কথা গুলো না বুঝলে নিচে নজর দিন।

যেমন নিশাচর ভাইয়ের লিখা HTML শিখুন খুব সহজে, গড়ুন অনলাইন কেরিয়ার (পর্ব-১,২,৩)      এই পর্বে তিনি আমাদেরকে বুঝানোর জন্যে খুব সহজ করে এবং সাজিয়ে গুছিয়ে লিখেছেন ।

তারপর এম এম কৌশিক ভাইয়ের ধারাবাহিক পর্বে নোটপ্যাড++ ব্যবহার করে অনুসিলন করা শিখিয়েছেন HTML, CSS, JS ও PHP ট্রেনিং সেন্টার [পর্ব-০১] :: সূচনা পর্ব  থেকে শুরু করে HTML, CSS, JS ও PHP ট্রেনিং সেন্টার [পর্ব-০৯] :: ডিভ (div) এর ব্যাবহার পর্যন্ত লিখেছেন এই টিউন অনুসরন করে আমি বা আমার মতো লোকেরা বেশ উপাকার পেয়েছেন এবং কিছু শিখেছেন । কিন্তু কোথায়  এই কোড গুলো ব্যবহার করলে তার ফলাফল আমার ডোমেইন তথা সাইট এ প্রবেশ করলেই দেখা জাবে তা এখনও আমি বুঝিনি অর্থাৎ জানিনা ।

এরপর বলি মোহাম্মাদ রাকিবুল হায়দারি এর কথা । তিনি তার পোষ্টে নোডপ্যাড++ ব্যবহার এর কথা লিখেছেন তার প্রথম HTML পোষ্ট HTML হাতেখড়ি [পর্ব- ১] প্রাথমিক আলোচনা ।।।

তাহলে আমার মূল কথা হচ্ছে HTML এর ব্যবহার করতে পারি কিন্তু ব্যবহারের জায়গা খুঝে পাই না । তার মানে হাটতে পারি  কিন্তু হটার জন্যে মাটি পাই না ।

আপনাদের কাছে আমার আকুল আবেদন যে HTML কোড গুলি কথায় কথায় ব্যবহার করে একটি সাইট বনানো যায় সেই সমন্দ্বে দয়াকরে একটু সাহায্য করেন । এই পৃথিবীতে যদি আমার কোন কিছু জানার ইচ্ছা প্রকাশ করার জাইগা থাকে সেটা হচ্ছে আমাদের এই টেকটিউনস । আমার সমস্যা গুলো আপনাদের কছে বলার একটাই উদ্দেশ্য তা হচ্ছে সমস্যার সমাধান পাওয়া । আপনাদের কাছে এতটুকুই আবেদন যে এই HTML কোড লিখা নিয়ে যদি কোন টিউন হয়ে থাকে তাহলে দয়াকরে আমাকে তার লিংকটা দিন, আর যদি কোন টিউন না হয় তাহলে দয়াকরে কোন দয়াবান ব্যক্তি একটু তার এক ভাইয়ের উদ্দেশ্যে একটা পরিপূর্ন টিউন করেন ।।।।।।।।। 🙁 🙁 🙁

Level 0

আমি bd-সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি মনোযোগ দিয়ে টিউনগুলো পড়ুন। নাহয়, ইংরেজি পোস্ট পড়ুন গুগল এর সাহায্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে বের করে করে। তাহলেই, বুঝতে পারবেন। আর আমি যেটা বলতে পারিঃ
আপনাকে এসব ফাইলগুলো ওয়েবপেজে শো করাতে চাইলে এগুলো সার্ভারে আপলোড করতে হবে। সেখান থেকে index.html ফাইলটা সবার আগে অর্থাৎ হোমপেজ হিসেবে শো করে থাকে। আর বাকিফাইল লিংক এর মাধ্যমে ঢুকে শো বা দেখানো যাবে।

আরো পরিষ্কার করে যদি বলতেন মানে সার্ভারে আপলোট করার নিয়ম ।।।

Level 0

sorry to say tt doesnt have quality tutorials about these. you should check http://wp.tutsplus.com/ for wordpress. http://net.tutsplus.com/ for html and css and php and http://www.lynda.com for all of these. they will teach you many projects on web developments. use torrent to get their premium tutorials.

Level 0

http://www.w3schools.com/html/default.asp

এটি HTML শিখার জন্য সবচাইতে ভালো ঠিকানা। এখানে আপনি প্রয়োজনীয় সবকিছু পাবেন। এখানে চর্চা করার ও ব্যবস্থা আছে।

http://www.w3schools.com is the best site to learn HTML , CSS , JAVASCRIPT , PHP , ASP etc. I’m learning HTML from there…