প্লিস কেউ হেল্প করুন আমি বিপদে আসি । আমার পিসি তে কাপচা শো করতাসে না । কিসুই বুজতে পারসি না কেন এমন হসসে। কেন যে কাপচা শো করতাসে না। আমি windows 7 ব্যবহার করসি। আমার কম্পিউটার এ অপেরা , গুগল ক্রম, ফায়ার ফক্স , আ/ই সব ধরনের ব্রাউজার আসে। সব গুলা দিয়া চেষ্টা করসি কন লাভ হয়নাই। কোন ওয়েব সাইট এ ঢুকতে পারসিনা। মানে লগিন করতে পারসি না। কেউ কি আসেন এই অধম কে সাহায্য করবেন। প্লিস আমাকে একটা রাস্তা দেখান। আমি জানি টিটির কেউ না কেউ আমাকে হেল্প করতে পারবেন। বর আসা নিয়া আপনাদের কাসে সাহায্য এর জন্য হাত পারসি । আমন কি আমি আমার নিজের ব্লগে ও প্রবেস করতে পারসি না।
যাই হোক আপ্নাদের কমেন্ট এর জন্য অপেক্ষা করসি। আমার সাইট http://www.teambots.net
আমি teambots। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ব্রাউসার এর সম্পূর্ণ হিস্টোরি Ctrl+Shift+Del চাপ দিয়ে Everything সিলেক্ট করে ক্লিয়ার করুন। তারপর ব্রাউস করুন। এরপরো যদি ঠিক না হয়, তাহলে আপনার নেটকানেকশন এ সমস্যা আছে।