একটা এন্ড্রয়েড ফোন কিনার ইচ্ছা বহুদিনের।কিন্তু বাজেটে না কুলানোয় পেরে উঠিনি।১০ হাজার বাজেটের মধ্যে সিম্ফোনি w60 সেটের configuration বেশ ভালো লেগেছে,কিন্তু খুব confusion এ আছি আসলেই সেটটা কেমন! কারন ১০০০০ দিয়ে একটা সেট কিনে সেটা খারাপ হলে নতুন সেট কিনার সামর্থ আমার নেই।কেউ কিনেছেন কি?অনুরোধ রইলো একটা বিস্তারিত রিভিউ দিলে খুব খুশি হবো।আর হ্যা,ক্যামেরা কোয়ালিটি কেমন তাও জানাবেন প্লিজ।কারন চায়না সেট গুলো ফটো কোয়ালিটি খুবই জঘন্য।মোটামুটি ভালো মানের ঝকঝকে ফটো তোলা গেলেও চলবে আমার।
আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিমফোনির ক্যামেরা সাধারণত খুব একটা সুবিধার হয় না। দেখুন বিস্তারিতঃ http://www.androidkothon.com/post-id/2011