আমি কয়েকদিন ধরেই website developing software CMS Joomla 1.5 নিয়ে হাতাহাতি করছি। Joomla শেখার চেষ্টা করছি। কিন্তু একটা সমস্যা সমাধান আমি কিছুতেই করতে পারছি না। সমাধান পেলে খুবই উপকারে আসতো।
আমি Editor হিসেবে JCE ব্যবহার করছি। কিন্তু তারপরও font size বাড়িয়ে দিলে Editor এ ঠিক থাকলেও পড়ার সময় লেখা খারাপ হয়ে যায় । এক লাইন অন্য লাইন এর মধ্যে ঢুকে যায়। ছবি দিলাম, দেখলেই বুঝতে পারবেন।
এর সমাধান কি? pls, I need it badly.......
আমি Rezwan73। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জুমলা নিয়ে নিয়ে হাতাহাতি? 😛 আমি আর হেসে বাঁচিনা!
আচ্ছা একটা কাজ করুন, যেমন 18pt দিয়ে কম্পোজ করছেন তাই করুন যদি ভালো লাগে, কিন্তু পাবলিশ করুন 14pt দিয়ে, আশাকরি তাতে ফন্ট সাইজ ঠিকঠাক দেখাবে।