আমার ব্লগের জন্য একটি কমেন্ট সিস্টেম প্রয়োজন। আমি চাচ্ছি ফেইসবুকের কমেন্ট বসাবো। আমার ব্লগটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সার্চ দিয়ে দেখলাম অসংখ্য প্লাগইনস রয়েছে। কিন্তু বুঝতে পারছি না কোনটা হবে সেইটা যা আমি চাচ্ছি।
আমি চাচ্ছি :
১. যে কেউ কমেন্ট করতে পারবে ফেইসবুক লগইন করেই।
২. নতুন কোন কমেন্ট করা হলেই সেটা আমাকে জানাবে, সর্বশেষ কমেন্ট/ইমেইলের মাধ্যমে জানাবে।
৩. কমেন্টটি একই সাথে আমার ব্লগেও দেখা যাবে এবং সেই সাথে আমার উল্ল্যেখ করা ফ্যানপেইজেও দেখাবে। (এটা জরুরী না)
৪. আমি ইচ্ছে করলে যে কারোও কমেন্ট মুছে ফেলতে পারবো।
৫. ব্লগটি তেমন ভারী করবে না। কমেন্টগুলি আমার হোস্টিং এর ডাটাবেজে সেইভ হবে না।
উপরের ভিতর থেকে '২' এবং '৫' নং টা বেশি প্রয়োজন।
প্লীজ... কেউ হেল্প করুন।
আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I'm a student of Computing Information System (CIS) and love IT.