গত দু'সপ্তাহে গ্র্যান্ড থেফট অটো সিরিজের স্যান অ্যান্ড্রিয়াস গেমটি বেশ কয়েক জায়গা থেকে কিনেছি। ডিভিডি কিনলাম, তবুও চললো না। আজব! সবাই কালেকশন বের করে বসে আছে। সিঙ্গেলটা কারো কাছেই নেই। গতকাল আইডিবি থেকে সিঙ্গেল দেখে একটা কিনলাম। অথচ পিসিতে ঢুকিয়ে দেখি এটাও কালেকশন। আর যথারীতি স্যান অ্যান্ড্রিয়াস গেমটি বিকল। 🙁
দেশে যেন স্যান অ্যান্ড্রিয়াস গেমের ডিভিডির অভাব পড়ে গেছে।
তবে অনেক কষ্ট করে একটা ডিভিডি পেয়েছি স্যান অ্যান্ড্রিয়াসের, তবে সমস্যা হলো এটা রাশিয়ান ভাষায়। ভিতর থেকে অনেক চেষ্টা করেও ভাষাটাকে ইংরেজি করতে পারলাম না। আমার পিসিতে স্যান অ্যান্ড্রিয়াস ইন্সটল করা আছে। প্রয়োজন শুধু ভাষাটা পরিবর্তন করা। গুগলে গত ক'দিন ধরেই সার্চ করে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অবশেষে আপনাদের সাহায্যপ্রার্থী হলাম।
কেউ কি বলবেন স্যান অ্যান্ড্রিয়াস গেমটি রাশিয়ান ভাষা থেকে ইংরেজি ভাষায় কীভাবে নিতে পারবো?
স্যান অ্যান্ড্রিয়াস পোস্টারঃ
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা সম্ভবত ঠিক করা যাবে না। আপনি এলিফ্যান্ট রোড এর মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আরেকটা সিঙ্গেল ডিভিডি কিনুন। ওখানকার কিছু ডিভিডির দোকানে ভাল ডিভিডি পাওয়া যায়।
স্যান অ্যান্ড্রিয়াস গেমটা ২০০৬ সাল থেকে খেলছি… অথচ এখন খেলতে ভাল লাগে 🙂