সাহায্যঃ গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস গেম বিশেষজ্ঞদের সাহায্য প্রয়োজন

গত দু'সপ্তাহে গ্র্যান্ড থেফট অটো সিরিজের স্যান অ্যান্ড্রিয়াস গেমটি বেশ কয়েক জায়গা থেকে কিনেছি। ডিভিডি কিনলাম, তবুও চললো না। আজব! সবাই কালেকশন বের করে বসে আছে। সিঙ্গেলটা কারো কাছেই নেই। গতকাল আইডিবি থেকে সিঙ্গেল দেখে একটা কিনলাম। অথচ পিসিতে ঢুকিয়ে দেখি এটাও কালেকশন। আর যথারীতি স্যান অ্যান্ড্রিয়াস গেমটি বিকল। 🙁

দেশে যেন স্যান অ্যান্ড্রিয়াস গেমের ডিভিডির অভাব পড়ে গেছে।

তবে অনেক কষ্ট করে একটা ডিভিডি পেয়েছি স্যান অ্যান্ড্রিয়াসের, তবে সমস্যা হলো এটা রাশিয়ান ভাষায়। ভিতর থেকে অনেক চেষ্টা করেও ভাষাটাকে ইংরেজি করতে পারলাম না। আমার পিসিতে স্যান অ্যান্ড্রিয়াস ইন্সটল করা আছে। প্রয়োজন শুধু ভাষাটা পরিবর্তন করা। গুগলে গত ক'দিন ধরেই সার্চ করে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অবশেষে আপনাদের সাহায্যপ্রার্থী হলাম।

কেউ কি বলবেন স্যান অ্যান্ড্রিয়াস গেমটি রাশিয়ান ভাষা থেকে ইংরেজি ভাষায় কীভাবে নিতে পারবো?

স্যান অ্যান্ড্রিয়াস পোস্টারঃ

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা সম্ভবত ঠিক করা যাবে না। আপনি এলিফ্যান্ট রোড এর মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আরেকটা সিঙ্গেল ডিভিডি কিনুন। ওখানকার কিছু ডিভিডির দোকানে ভাল ডিভিডি পাওয়া যায়।
স্যান অ্যান্ড্রিয়াস গেমটা ২০০৬ সাল থেকে খেলছি… অথচ এখন খেলতে ভাল লাগে 🙂

এটা সম্ভবত ঠিক করা যাবে না। আপনি এলিফ্যান্ট রোড এর মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আরেকটা সিঙ্গেল ডিভিডি কিনুন। ওখানকার কিছু ডিভিডির দোকানে ভাল ডিভিডি পাওয়া যায়।
স্যান অ্যান্ড্রিয়াস গেমটা ২০০৬ সাল থেকে খেলছি… অথচ এখনও খেলতে ভাল লাগে 🙂

Level 0

vai sadharon dokan theke ekta CD (NOT DVD) kinen. Than install koren.eto kosto kora lage?

এটা http://www.plunder.com/GTA-SAN-ANDREAS-download-bedb2b36d4.htm ডাউনলোড করুন আর data>txd> ফোল্ডারে পেস্ট করুন।

Level 0

“গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস” আগের “গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি”র চাইতে অন্তত দুটি দিক দিয়ে ভালো, এক এবার অশ্লীলতা একেবারেই কম, এবং এবার আরও সুন্দর সব জিনিস যোগ হয়েছে। আপনি ডিভিডি না কিনে বরং এক সিডির একটা ভার্সন আছে সেটা কিনুন। আমিও এটা কিনেছি। আমিও প্রথমে ভেবেছি ১ সিডিতে এত বড়ো গেম কিভাবে থাকতে পারে? হয়ত ফুল গেম নেই, তবে না, এতে ফুল গেমই আছে। বিষয়টা হলো গিগাবাইট সাইজের গেমকে “উইন ইউহার্ক” নামক বিশেষ কম্প্রেসর দিয়ে অনেক জিপ করে ১ সিডিতে আনা হয়েছে। যে কারনে সেটআপে আপনার এই সিডিটি প্রাইমারীভাবে হার্ডডিস্কে পুরাই ৭০০ এমবি কপি হয়ে নেবে, তারপর হার্ডডিস্কে নিজে থেকে আনজিপ হয়ে গিগাবাইট সাইজ দাড়াবে। আনজিপ হতে বেশ সময় লাগবে, হাইলেভেল কম্প্রেশ তো,তাই। কোনো সমস্যা ছাড়াই আমার পুরান মেশঅনে খেলছি। আর লাগলে বলবেন, সিডিটি দিবো। ধন্যবাদ।

    আপনি গেমটা ভালোমতন খেলেছেনতো? এটা এত অশ্লিল যে এটাকে এডাল্ট অনলি অর্থাৎ শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্যে রেটিং দেয়া হয়েছে।

      Level 0

      মিরাজ ভাই আপনার ইমেইল আইডি টা কি দেয়া যাবে? গামিং বিষয়ে কয়েকটি বিষয় জানার ছিল।

    Level 0

    বুঝতে পারছিনা ব্যাপারটা, গোলমালটা কোথায়, আমি নিজেই খেলেছি এমনকি এটাতে নারী চরিত্রও কম, হয়তবা সেন্সরড করে বার করা ভার্সন। সত্যি বলছি।এমনকি এটা বাচ্চাদেরকেও খেলতে দেয়া যায়।(এই ভাসূনটা)

Level 0

ভাই আপনি Install দিতে পারেন নি । install দেওয়ার সময়ই ভাষা ঠিক করে নিতে হয় । এটা রাশিয়ান ভাষাবলে বোঝাই মুশকিল কিভাবে ভাষা পরিবর্তন করতে হবে । Install করার সময় Folder select করার পরের ধাপে যখন Next ক্লক করবেন তখন দেখবেন যে ২ টা অপশন থাকে । নচে যে অপশনটি থাকে সেটা select করবেন , তাপর Next clic করে Install করেফেলুন , তাহলেই হল ।