আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইজান,আশা করি ভালই আছেন, কিন্তু আমি ভাল নেই কারন আমি ঠিক মত ইন্টারনেট স্পীড পাচ্ছিনা । আমি দীর্ঘ নয় মাস যাবত রবি সিম দিয়ে ইন্টারনেট চালাই । এতে আমি স্পীড পাই সরবচ্চ 230 kbps (ছোট kbps).কিন্তু গত ১৫ তারিখের পর থেকে আমি স্পীড পাচ্ছি 102 kbps (ছোট kbps).রবি কাস্টমার কেয়ারে ফোন করলাম উনারা বলে যে উনাদের সরবচ্চ স্পীড নাকি 113 kbps তাহলে আমি 230 kbps স্পীড কিভাবে পেলাম। আপনাদের কাছে একটা অনু্রোধ আপনারা কত স্পীড পান দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ । 😥 😥
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আন্নে কুন দ্যাশে থাহেন ? মনে হয় ইউরোপে থাকেন। বাংলাদেশে রবি সিমে ২০ kbps এর বেশী স্পীড পাওয়া যায় না , গ্রামীনে 30 kbps এর পাওয়া যায়। ভাবতাছি… আপনার দেশে চলি যাব !