কয়েকদিন ধরে Kaspersky Internet Security দিনে ৩ কি ৪ বার একটি Dos Attack এর নোটিফিকেশন সো করছে । আমার নেটওয়ার্কের (অর্থাৎ আমার আইএসপির) একটি আইপি শো করে । আইএসপি বলে এটা নাকি সমস্যা না, Kaspersky এমনই করে । নিচের স্ক্রিন শট দেখে বলুন এটা কি আসলেই Attack ? নাকি এভাবেই শো করছে । ধন্যবাদ ।
আশা করি জলদি জানাবেন ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আমি এই বিষয়ে তেমন জানি না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে তা হলো-
১. যেহেতু KIS Notification Box এর Color Green, তো এটা মারাত্বক কিছু না
২. আর যেহেতু লেখাই আছে যে, KIS attack block করছে, তো problem নাই
এই বিষয় নিয়ে ভালো উত্তর দিতে পারবে যারা Networking ভালো জানে।