সাহায্যঃ পিসিতে Dos Attack সাহায্য চাই

কয়েকদিন ধরে Kaspersky Internet Security দিনে ৩ কি ৪ বার একটি Dos Attack এর নোটিফিকেশন সো করছে । আমার নেটওয়ার্কের (অর্থাৎ আমার আইএসপির) একটি আইপি শো করে । আইএসপি বলে এটা নাকি সমস্যা না, Kaspersky এমনই করে । নিচের স্ক্রিন শট দেখে বলুন এটা কি আসলেই Attack ? নাকি এভাবেই শো করছে । ধন্যবাদ ।

আশা করি জলদি জানাবেন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি এই বিষয়ে তেমন জানি না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে তা হলো-
১. যেহেতু KIS Notification Box এর Color Green, তো এটা মারাত্বক কিছু না
২. আর যেহেতু লেখাই আছে যে, KIS attack block করছে, তো problem নাই

এই বিষয় নিয়ে ভালো উত্তর দিতে পারবে যারা Networking ভালো জানে।

    কালার গ্রীন এর জন্যই শান্তিতে আছি । কিন্তু কথা হল সবসময় তো Kaspersky নাও আটকাতে (ব্লক করতে) পারে । তখনতো আমার পিসির বারটা বাজবে তাই আগেই সাবধান হতে চাই । অন্যরা প্লিজ হেলপান ।

This is not the problem of your PC…..172.16.95.176 this IP is virus attacked…….this IP send viruses and your anti hacker block the attack and send you notification….you can off notification.

notification off করার দরকার নেই । করন তাহলে আপনি বুঝতে পারবেন না কি attack আসছে । আমারও এরকম হয় । সমস্যা হচ্ছে নেটওয়ার্করকের অন্য computer virus attacked । আপনি settings থেকে network attack blocker option এ time দিয়ে দিতে পারবেন কতক্ষণ attacking computer টি block করে রাখবে । সময়টা বাড়িয়ে দিতে পারেন । আমি আমারটা বাড়িয়ে দিয়েছি । এরকম attack যেই ip থেকে আসবে সেটাকে ৭ দিনের জন্য block থাকবে । Network এর এখানে by default “monitor selected port only “ থাকে । আমি monitor all port select করে দিয়েছি । দেখতে পারেন কাজ হয় কিনা ।