কেমন আছেন সবাই। আসা করি ভাল আছেন। আমি Dhaka Polytechnic institute থেকে 2011 এ Diploma in engineering পাশ করেছি। এখন BSc করার চিন্তা করছি। আমি মূলত software sector এ আমার carrier develop করতে চাই। আমি যে সকল varsity সম্পর্কে খোঁজ নিয়েছি। সেগুলতে software engineering এর কন department নেই। এগুলতে শুধু CS অথবা CSE department আছে । এখন এ দুটোর মধ্যে থেকে কোন department select করব ঠিক বুঝতে পারছি না। দয়া করে expert রা কি এক্তু সাহায্য করবেন। আর World University of Bangladesh CSE Department এর জন্য কেমন হবে একটু বলেন। অথবা অন্য কোন কোন varsity আমার জন্য ভাল হবে একটু জানান please. আপনাদের comments এর অপেক্ষায় থাকব। আমার পরিচিত তেমন কোন বড় ভাই ও নাই। যারা আছে তারা ও তেমন কোন সাজেশন দিতে পারছে না। তাই আপনারাই একমাত্র ভরসা।
আমি নাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Waiting for somethings..................
AIUB তে Software Engineering আছে। http://cs.aiub.edu/index.php/academics/bsc/csse
আর CS, CSE এর মধ্যে তেমন কোন difference নাই। একটা তে (CS) electrical এর course কম / নাই, আরেকটা তে ৩-৪ টা electrical engineering এর course আছে। অন্যান্য বিশ্ব-বিদ্যালয় এর কথা জানি না, কিন্তু North South University এর জন্য এই কথা সত্য।
এখন আপনার ইচ্ছা, আপনি CS পড়বেন , নাকি CSE !