ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে সাহায্য চাই , প্লিজ আমাকে সাহায্য করুন

আস সালামু আলাইকুম । প্রিয় টিটির ভাইয়েরা । আমি একটি মারাত্মক সমস্যায় পড়ে আপনাদের স্মরণাপন্ন হচ্ছি । আশা রি আপনারা আমাকে বিমুখ করবেন না ভাল পরামর্শ দিবেন । যেমন আমি এর আগেও আপনাদের কাছে সাহায্য চেয়ে লিখেছিলাম । আপনারা আমাকে সাহায্য করেছিলেন বলেই আমি কিছু না জানা সত্ত্বেও আপনাদের পরামার্শের ভিত্তিতে একটি ওয়েব সাইট বানিয়েছিলাম । (ওয়েব সাইট বানাতে চাই সাহায্য করুন প্লিজ….) এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । আমার প্রতিদিন সকাল কাটতো টিটি এবং আমার সাইটটির সাথে । কিন্তু গত দুইদিন আগে আমি আমার সব পোস্ট হারিয়ে ফেলেছি । এখন আমি এখান থেকে কিভাবে উদ্ধার পাবো প্লিজ আমাকে সে পরামর্শ দিয়ে হেল্প করুন ।

ঘটনার বিস্তারিত বলছি । প্রথমে আমার সাইট এর ঠিকানা দিলাম এখানে । সরেজমিনে একবার দেখে আসুন । তারপর আপনাদের টিটিতে যে কোন পোস্ট কে প্রিয় পোস্ট হিসেবে রাখা যায় । আমার ও ইচ্ছা হলো যে আমি আমার সাইটে এরকম সুবিধা দিব । তাই প্লাগইনস থেকে wp favorite posts ইনস্টল করলাম । আর একটিভ করা মাত্রই বিপর্যয় ঘটলো । আমার সব পোস্ট হারিয়ে এখন যেমন দেখাচ্ছে । দেখুন

কিন্তু ডাটাবেজ এ দেখাচ্ছে যে কন্টেন্ট গুলি আছে । কিন্তু এখানে কোন পোস্ট দেখাচ্ছে না । এর আগেও আমার এরকম ঘটনা একটি ঘটেছিল । আমি আমার সাইট এ একটি বিভাগ খুলতে গিয়ে । আমি একটি নতুল ফোল্ডার খুলে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম । তারপর নতুন কোন ডাটাবেজ তৈরি না করেই মূল ব্লগের wp-config ফাইলটি সেখানে পেস্ট করে দিয়েছিলাম । তখনও এমন হয়েছিল । তারপর আমি সেই ফোল্ডারটি ডিলিট করার পর আবার সাইট পূর্বের অবস্থায় ফিরে পেয়েছিলাম । কিন্তু এখন পারছি না । আমি প্লাগইনসটি ইনস্টল করার পর সেটি ডিএকটিভেট/বা ডিলিট কিছুই করতে পারছিলাম না । পরে প্লাগইনস এপিটিং এ গিয়ে সব কোড ফাকা করে দিয়েছি এবং সার্ভারের প্লাগইসন ফোল্ডারে গিয়ে সেই প্লাগইনস এর ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি ।

আমার ই-মেইলে প্রতিদিন 1000+ ইমেইল আসছে আমার ব্লগের ব্যাপারে প্রতিটির তথ্য একই

A file (or files) on your site at http://deenilhaq.com have been changed. Please review the report below to verify changes are not the result of a compromise.

এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে পরামর্শ দেন । ভাই আমার কিছুই ভাল লাগছে না । প্লিজ আমাকে সুপরামর্শ দেন । আমি কি করতে পারি । প্লিজ প্লিজ প্লিজ

আমার শুধু পোস্ট গুলি অক্টেবর পর্যন্ত ব্যাকআপ নেয়া আছে ।

Level 0

আমি ABU TASNEEM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি “দাওয়া সফটওয়্যার” এ ব্যপারে প্রশ্ন করেছিলেন যেহেতু কেমেন্ট বন্ধ তাঈ এখানে লিখলাম-আপনি কি উইন্ডোজ ৮ ব্যবহার করছেন? তাহলে সি ড্রাইভে সফটটির ফোল্ডার ওপেন করে “Dawah Software” এ ক্লিক করুন।
যদি এক্স্রপি ব্যবহার করেন তাহলে ষ্টান্ট মেনুতে- অল প্রোগ্রামে- পাবেন ডেস্কটপে কোন আঈকন আমরা রাখিনি।