সাহায্য চাই কি ভাবে ফেসবুক ফ্যান পেজে অন্য ফ্যান পেজ এর লিংক দিব যেখানে ulr দেখা যাবেনা?

আমার একটা ফেসবুক ফ্যান পেজ আছে নাম  Doctors & Hospital  যেখানে আমি বাংলা এবং ইংরেজী দুই ভাষায় পোষ্ট দিতাম। এই ২ ধরনের পোষ্ট এর জন্য প্রায়ই অনুরোধ আসতে লাগল বাংলায় পোষ্ট দেন দায়াকরে এর উল্টাটাও হতে থাকল, পরে সিদ্ধান্ত নিলাম বাংলা একটা পেজ বানালেই তো হয় এবং সেই সিদ্ধান্ত হতে নতুন আর একটা পেজ তৈরী করি যা  স্বাস্হ্য তথ্য (বাংলা) এই নামে পরিচালিত।

অনেক পেজেই দেখি বক্তব্য সহ পেজ এর লিংক দেয় পুরাতন পেজেএ, যেখানে লিংক দেখা যায়না শুধুমাত্র “এখানে ক্লিক করুন” বা “বিস্তারিত জানতে..”। আমি চেষ্টা করে দেখেছি HTML এর লিংক ফেসবুকএ কাজ করেনা পুরো লিংক দেখায়।

অনেকেই হয়ত এর সমাধান জানেন, আমি জানিনা.......। যারা জানেন সাহায্য চাইছি তাদের কাছ হতে। এ ধরনের সাহায্য এর আগে চাওয়া হয়েছে কিনা তা আমি জানিনা, খুজে দেখেছি এই সাইট হতে খুজে পাইনি (খাকলে লিংক দিবেন আশাকরি)।

আর একটা কথা আমার পেজ এ ঘুড়ে আসার আমন্ত্রন জানাই আপনাদের যদি সময় পান একবার ঘুড়ে আসুন আমার পেজ হতে (পেজ এর প্রতিটি বিষয়বস্তু বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, পত্রিকা .. হতে নেয়া, আমার নিজের কিছুই না, শুধু স্বাস্হ্য সচেতনতা বাড়ানোর জন্যই বিভিন্ন জায়গা হতে সংগ্রহ করে পেজ এ দেই)।

বাংলা পেজ হতে জানতে পারবেনঃ-

১. দাঁতের মাড়িতে পাইওরিয়াঃ সহজ চিকিৎসা

২. দাঁতের ইনফেকশন থেকে হার্ট অ্যাটাক

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে না এলে করণীয়

৪. চোখ সুস্থ রাখতে ...

এধরনে আরো অনেক বিষয় বাংলাপেজ  স্বাস্হ্য তথ্য (বাংলা)

ইংরেজী পেজ হতে জানতে পারবেনঃ-

১. Sugar Cane Benefits & Remedies

২. Rules for a Happy Marriage

৩. Lady Finger for Diabetes

৪. Improve Eyesight And Make It Healthy...

এধরনে আরো অনেক বিষয় ইংরেজী পেজ  Doctors & Hospital

Level 2

আমি forhadape। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস