আশা করি সবাই ভালো আছেন। 🙂 🙂
এখন সময় স্মার্ট ফোনের, এখন সময় ডিজিটাল হওয়ার। কিন্তু প্রচন্ড ইচ্ছা শক্তি থাকার পরও যখন একটা এন্ডয়েড ফোনের মালিক হতে পারছিলাম না, তখনি এই ঈদে কিছু টাকা হাতে আসল কিন্তু ঐ যে বলে না সাধ এবং সাধ্যের মাঝে সেতু বন্ধন সেটা করার জন্যই আপনাদের Help প্রয়োজন।
প্লিজ এড়িয়ে যাবেন না, একটু পরামর্শ দিন :
আমার স্মার্ট ফোনে যা থাকতে হবে:
১। অবশ্যই এন্ডয়েড হতে হবে। (Sony Or Sony Ericsson হলে ভালো হয়।)
২।থ্রি জি 3G অবশ্যই থাকতে হবে।
৩। Camera 5mp কম পক্ষে হতে হবে। রাতে ছবি উঠানো যায় এমন হলে ভালো।
৪।নেট ইউজ করা, বাংলা টাইপিং করা এবং Application সাপোর্ট করতে পারবে এমন।
৫। সেকেন্ডারি ক্যামেরা থাকতে হবে।
৬। OS: Android V2.3 বা 4.0 or 4.1
যে জন্য স্মার্ট ফোন কিনবো :
ক) ছবি তোলতে চাই রাত দিন।
খ) Android Application এর মজা নিতে চাই।
গ) স্মার্ট ফোন এ টিটি পড়তে চাই :p
ঘ) একটু ভাব নিতে চাই (Just Fun করলাম)
আমার পছন্দের কিছু সেট:
*Sony Ericsson Live with Walkman
*Sony Ericsson Xperia neo V
আমার বাজেট:
১৪০০০-১৭০০০ হলে ভালো হয় (গরিব মানুষ), ১৪থেকে ১৯ হাজার পযর্ন্ত যেতে পারব (কষ্ট হবে)
আপনাদের মূল্যবান পরামর্শের আাশায় বসে থাকলাম।।
আমি মেঘলা আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মনের আকাশে আজ দূর্যোগের ঘনঘটা... জানিনা এ ঝড় কখন থামবে...!!!
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_mini_pro-3713.php
এটাও দেখতে পারেন……… এটা আমার বেশ পছন্দ…… 🙂