ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের সাহায্য চাই ।

আমি ওয়ার্ডপ্রেস এর সাহায়্যে একটা ব্লগ সাইট তৈরী করেছি। যার দুই পাশ দিয়ে উইজেট গুলো প্রদর্শিত হয় এবং ব্লগের লেখাগুলো মাঝখানে থাকে। এখন আমি এই সাইটের কিছু পেজ এমন ভাবে  তৈরী করতে চাচ্ছি যেই পেজে প্রবেশ করলে দুইপাশের উইজেট, হেডার, কমেন্ট বার কিছুই দেখা যাবেনা অর্থ্যাৎ শুধু ব্যানার আর মেনু বার ব্যতীত পুরো সাইট জুরেই ওই পেজটা থাকবে। কিন্তু অন্য পেজে পবেশ করলে আবার আগের মত উইজেট এবং কমেন্ট বার গুলো দেখা যাবে। এভাবে কি শুধু একটা পেজ ডিজাইন করা সম্ভব? যদি সম্ভব হয় তহলে কিভাবে সম্ভব সেটা যদি কেও বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।

Level 0

আমি Shoaib Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন পেজ তৈরি করার সময় ডান পাশের Template লেখার নিচে ড্রপডাউন বক্স থেকে Fullwide, One column, No sidebar এই ধরনের লেখা থেকে যেকোন একটি লেখা সিলেক্ট করুন (আপনার থিম এর ভিন্নতার কারনে লেখা ভিন্ন হতে পারে, একেক ধরনের থিম এ একেক ধরনের লেখা থাকে)।
সময় থাকলে এই সাইটটি একবার দেখে আসতে পারেন: http://www.banglatech.tk