আসসালামু আলাইকুম,
টিভিতে প্রচারিত খবর বা https://www.youtube.com/watch?v=cDMYi8K-vJI&feature=g-upl
সামাজিক আন্দোলনের সহযোদ্ধা ভাইদের আনন্দ যখন বিষাদে পরিণত হয় তখন একজন মানুষ হিসাবে আমরাও কোনভাবেই ভালো থাকতে পারিনা । কক্সবাজারে মর্মান্তিক দূর্ঘটনায় আমাদের এক ভাই (আমার বন্ধু) আমজাদ না ফেরার দেশে চলে গেলেন । আর আরেক ভাই (আমার বন্ধু) লিয়ন ঢাকা হাসপাতালের আইসিইউ তে অসহায় ভাবে শুয়ে আছেন । বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র লিয়ন একজন শ্রমজীবি বাবার সন্তান । এই বাবার জন্য আদরের সন্তানের চিকিৎসার
ব্যয় বহন করা কোনভাবেই সম্ভব নয় । আমরা কি আমাদের সকল মানবিকতা নিয়ে লিয়নের পাশে দাড়াতে পারিনা ? আমাদের অল্প অল্প সহযোগিতাই লিয়নকে আবার সুস্হ করে তুলতে পারে । পরিচিত - অপরিচিত সকল শুভাকাঙ্খিদের কাছে লিয়নের জন্য মানবিক সহযোগিতার প্রার্থণা করছি ।
প্রয়োজনে যোগাযোগ : মুন্না -০১৬১৪৫০৩৫৯২ , মামুন ০১৯১১৭৪৮৪৩৫
ইস্তিয়াক ০১৯১১৫১৪২০৫ (পোস্ট টা শেয়ার করার অনুরোধ রইলো )
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।