আসসালামুয়ালাইকুম।
অনেক সময় ধৈর্য ধরার পর রিলিজ হল Windows 8 . Download করলাম, install ও করলাম।:)
কিন্তু সমস্যা তৈরী হল এক জাগায়। যা সবারই হয়।windows activate করা। অনেক টিউন দেখলাম। চেষ্টাও করলাম Activate করার জন্য। কিন্তু পারলাম না:( । Microsoft এ ও কিছু answer দেখলাম এবং সেই অনুযায়ি কাজও করলাম।কিন্তু কিছুতেই Active হল না।তাই আপনাদের কাছে সাহায্য চাইছি কোনো উপায় বলে দেয়ার জন্য।
আমি Logical Network। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে কিছু জানতে চাই,অপরকেও জানাতে চাই।
উইন্ডোজ ৮ একটিভ করার জন্য একজন পাগল লেখকের <a href="http://bdrong.com/pagol/windows/3518/"এই লেখাটি পড়তে পারেন 😀