মেমোরী কার্ড পার্টিশন বিষয়ে সাহায্য

আজকে তোশিবার একটা  ১৬ জি বি মেমোরী কার্ড কিনলাম।
 আর অ্যান্ড্রয়েড  এর জন্য ২ জিবি ext3 format  আর অন্যান্য ফাইলের জন্য fat32 format এ ২ টা পার্টিশনও করলাম
EASEUS দিয়ে। করার পরে ফোনে  fat32 format এর অংশটুকু দেখালো যেহেতু  ext3 format হিডেন থাকে ।
 সমস্যা শুরু হল ফোন রিস্টার্ট এর পরে   :(  এখন আর কার্ড এ কোন মেমরীই দেখাচ্ছে না। 
কিন্তু কার্ড রিমুভ করলে বলে এস ডি কার্ড রিমুভড।    মিনিটুল দিয়েও একই ফল।  লিনাক্স মিন্ট-এ জিপার্টেড এ দেখলাম ফল একই। 
 :-x  এর কি কোন সমাধান আছে ?

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Minitools software dia dekhen apner card e 3 ti partition creat hoyeche. Ekti 8/16 mb er extended partition ace. Fat32 partition ke extend kore, 8/16 mb partion ke Fat32 er vitore niye nin. Asole card e all time duti partition rakhte hobe.

মিনিটুলেও পায় নাই। মনে হয় ডেড ! 🙁