TPLINK TL-WR740N রাউটার এর জন্য সাহায্য চাচ্ছি।

আস-সালামু-আলাইকুম।

শুভেচ্ছা নিবেন।

একটা সমস্যায় পড়ে সাহায্য চাইছি।

আমি সিটিকম কোম্পানির ব্রডব্যান্ড নেট ব্যবহার করি।এটা ডায়াল করে কানেক্ট করতে হয়।

আজ মাল্টিপ্যান সেন্টার থেকে একটা TPLINK TL-WR740N  মডেল এর রাউটার কিনলাম।প্রথমে সিডি থেকে ঠিক মতই কাজ করলাম।সব ঠিক হলো।ইউজার নেম,পাসওয়ার্ড দিলাম।রাউটার এর নাম দিলাম।PPPOE তে সিটিকম এর দেয়া আইডি ও পাসওয়ার্ড দিলাম।কিন্তু কানেক্ট হচ্ছেনা।অথচ যদি সরাসরি সিটিকম লাইন যদি পিসি তে লাগাই তবে কানেক্ট হয়।রাউটার এর মাধ্যমে দিলে কানেক্ট হয়না।

এর সমাধান কি কেউ দিতে পারবেন?

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

01730725092 for tp link help

Level 3

Try to clone your pc’s MAC address on your router and try to login,