আস-সালামু-আলাইকুম।
শুভেচ্ছা নিবেন।
একটা সমস্যায় পড়ে সাহায্য চাইছি।
আমি সিটিকম কোম্পানির ব্রডব্যান্ড নেট ব্যবহার করি।এটা ডায়াল করে কানেক্ট করতে হয়।
আজ মাল্টিপ্যান সেন্টার থেকে একটা TPLINK TL-WR740N মডেল এর রাউটার কিনলাম।প্রথমে সিডি থেকে ঠিক মতই কাজ করলাম।সব ঠিক হলো।ইউজার নেম,পাসওয়ার্ড দিলাম।রাউটার এর নাম দিলাম।PPPOE তে সিটিকম এর দেয়া আইডি ও পাসওয়ার্ড দিলাম।কিন্তু কানেক্ট হচ্ছেনা।অথচ যদি সরাসরি সিটিকম লাইন যদি পিসি তে লাগাই তবে কানেক্ট হয়।রাউটার এর মাধ্যমে দিলে কানেক্ট হয়না।
এর সমাধান কি কেউ দিতে পারবেন?
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
01730725092 for tp link help