সাহায্যঃ টিউন সমস্যা আপনাদের কাছে সমাধান চাই

আমি টেকটিউনারবৃন্দ ও মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি, আমি কোন টিউন করলে তা প্রথমে প্রকাশ হয় কিন্তু কিছুক্ষন পরে তা মুছে গিয়ে PENDING দেখায়। এর কারনটা কি দয়া করে আমাকে জানাবেন।

আমার এই পর্যন্ত দুইটা টিউন প্রকাশ হয়ে তা PENDING হয়ে রয়েছে। কি করব ঠিক বুঝে উঠতে পারতেছিনা। তাই আপনাদের শরণাপন্ন হলাম। দয়া করে ‍আমাকে জানালে খুবই ইপকৃত হব।

Level 0

আমি কামরুজ্জামান জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখার প্রচেষ্টায় আছি..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সহজ কথায় ব্যাপারটা হচ্ছে – “দুঃখিত, এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা” 😀
অপেক্ষা করুন, সিনিয়ার টিউনাররা এলেই কিছু না কিছু উপায় বলে দেবেন। আমি এই ধরনের সমস্যায় এখনও পড়িনি।

    😀
    আমারও একটা টিউন পেন্ডিং হয়েছিল কিছুদিন আগে। ডেভুরা কারণ বলতে পারবেন। 😀

টিউন পেন্ডিং হওয়া মানে হল হয়ত আপনি যে টিউনটি করেছেন তা মানসম্মত টিউন না মানে টিউনটি টেকটিউনসে প্রকাশের অযোগ্য
অথবা
কপি পেষ্ট করা টিউন যার লিংক আপনি দিয়ে দেন নি,
অথবা
আপনার টিউনটি হয়ত কোন বিতর্কিত টিউন যা সংঘাত ছড়াতে পারে
অথবা
নিজের কোন সাইটের বিজ্ঞাপন

মূলত এগুলোর জন্যই টিউন পেন্ডিং হয়ে থাকে। তবে এগুলো ছাড়াও কিছু কিছু কারন আছে যা মনে হয় না আমার আর বলার প্রয়োজন আছে। বাকিটা টেকটিউনকে বলুন ওখানে জানাতে পারেন।

আপনি কিছু টিউন করেছিলেন যা স্ক্যাম সাইটের ল্যাপটপ নিয়ে এরা কখনো ল্যাপটটপ দেয় না( গুগলে সার্চ করলে যার অসংখ্য প্রমান পাওয়া যাবে) কিন্তু আপনার টিউন পড়ে অনেকেই এসবের পেছেন তাদের মূল্যবান সময় এবং অর্থ অপচয় করত। কিন্তু বিশ্বের প্রথম বাংলা প্রযুক্তি নিয়ে তৈরী ব্লগ কতৃপক্ষ তাদের সাইটে এরকম অবস্থায় বসে থাকতে পারে না। কারন তারা দেশ ও জাতীর কাছে দায়বদ্ধ। তাই তারা তাদের যেমনি কোন ভুল পথ দেখাতে পারেনা তেমনি যে কোন ভুল পথ থেকে অপসারনের দায়িত্বও তাদের কাধে বর্তায়।

ঠিক সেই দৃষ্টিকোন থেকে স্প্যাম সাইটের রিভিউ করা হলে তাও স্প্যাম এর সমতুল্য তাই সাধারন টিউনার ও ভিজিটরদের ওইসব প্রতারক সাইটের হাত থেকে বাচাঁতে আপনার টিউন পেন্ডিং করা হয়েছে। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ভাল এবং মান সম্মত টিউন পাব । ধন্যবাদ আপনাকে।

Level 0

হাসিব ভাইর কথাই ঠিক।