আরে ভাই,একি ঝামেলায় পরলাম...গ্রাফিক্স কার্ড(HD4350) গেসে যেটা দিয়ে এতদিন সব গেম FULL SPECS এ খেলতাম......কিন্তু এখন ইন্টেলের(DH55HC) বিল্ট ইন গ্রাফিক্স এ আগের মত 20-25 FPS দেখায় তাও আবার SAN ANDREAS এ...অনেকেই শুনি এই বিল্ট ইন দিয়েই সব গেম খেলতেসে(কিছু বাদে)...আগে যখন গ্রাফিক্স কার্ড ভালো ছিল তখন সব গেম এ 60 FPS FIXED পাইতাম... এমনকি L A NOIRE তেও...GTA4 খেলতে গিয়ে সেই যে 10-12 FPS এর ঝামেলায় পরলাম...গ্রাফিক্স কার্ড গরম হওয়া শুরু করল...গেম LAG করা শুরু করল তা এখনও গেলনা... 100C উঠার পর পিসি একা একাই বন্ধ হয়ে গিয়েছিল ২ই বার... ছ্যাক খাইসি একবার 79C এর...গ্রাফিক্স কার্ড খুলে রেখেছি... বিল্ট ইন এ SAN ANDREAS এ ও LAG করে হঠাৎ করে,আর সেই 20-25 FPS টো আছেই......কি করব???কোথায় সমস্যা???কি করলে ঠিক হবে???
আমি সৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি এই বছর এইচ এস সি পরিক্ষা দিব।সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/Shoumik94?ref=tn_tnmn...
apnar pc config: ki? apni nvidia geforce gt 525m use korte paren. ata onek valo.