সালাম টিউনার ভাইয়েরা । গত কিছু দিন থেকে একটা সমস্যা নিয়ে খুব বেকায়দায় পড়ছি । তা হল fring দিয়ে লগিন করতে পারছি না । মনে হয় তাদের server full নাকি অন্য প্রব্লেম তাও বুঝতেছিনা । গুগল মামা থেকে শুরু করে ফ্রিং ডট কম-অভি আই স্টোর- গেটজার - কিছুই বাদ রাখি নাই সব যায়গা থেকে নামাইছি, কিন্তু সব থিক মত হয় সাইন আপ অ হয় কিন্তু লগিন করলে এই মেসেজ টা আসে "fring network could not established the network connection" আরেকটা কথা বলে রাখি যে আমার ইন্টার নেট কনফিগারেশন থিক আছে । অন্যান্ন সব কিছু ছলে সুদু এই "fring" ছাড়া । আসা করি সমাদান দিবেন ভাইয়েরা ।
আমি HAPPY। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Us
01734-70 71 91