কিছু দিন আগে শাকিল আরেফিন ভাই একটা পোষ্ট করেছিলেন BBC জানালা নিয়ে। পোষ্টটা পড়ে আমার খুবই উপকার হয়েছিল। তখন আমি বিবিসি জানালার সদস্য হয়েছি। কিন্ত বিবিসি জানালা ছাড়াও আমি আপনাদের কাছে ইংরেজি শেখার কিছু ওয়েভ এর ঠিকানা চাইছি। তবে কোন বাংলা সাইটের এড্রেস দিলে ভাল হয়।
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ওয়েব-সাইট ঘেটে কি আর ইংরেজি শেখা যায়….. আপনি বরং একটা কাজ করেন….. সাবটাইটেল সহ ইংরেজি মুভি দেখেন আর লিরিক সহ ইংরেজি গান শুনেন….. আশা করি উপকৃত হবেন….
ভাই এ সাইট টি দেখতে পারেন। http://www.bbcjanala.com