সাহায্যঃ আইপড নিয়ে বিপদে পড়েছি, সাহায্য চাই

আমার আইপডটিতে কোন ফরমটেরই ভিডিও দেখা যায় না। দেখাতো দুরের কথা, ভিডিও লোড দিয়ে যদি ওপেন করি তখন সেটিতে কোন ভিডিও যে আছে তাও বোঝা যায় না। অর্থাৎ যদি কোন ফটো, এর ফরমেট অনুযায়ি না হয় তবে যেমন দেখা যায় যে, not supported formet. এতে বোঝা যায় যে ছবিটি এর মধ্যে আছে। কিন্তু সঠিক ফরমেট না। কিন্তু ভিডিও এর ক্ষেত্রে বোঝায় যায় না যে, কোন ভিডিও আছে। ঐ রকম কোন কিছু দেখায় না। আর ভিডিও এর ফাইল ফাঁকা থাকে।  আইপডের কোন জায়গাতেই ভিডিও এর সন্ধান মেলে না। কেও কি এর সমাধান জানাতে পারেন?

Level 0

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সকলেই এক ভাবে একটা বিষয় দেখে? না কক্ষনো, সবাই সবার নিজের মত করে দেখে, যা অধিকাংশই ভিন্ন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইল গুলো কি ঠিকমত Convert করা হয়েছে??

    Level 0

    আইপড কনভাটর দিয়ে কনভার্ট করা। এছাড়াও অনেক ভাবে ফরমেট করেও কাজ হচ্ছে না।