আমি আমার পিসির ইন্টারনেট স্পিড দিগুন বা তার বেশি বাড়াতে চাই। এটা কি একাধিক মডেম ব্যবহার করে করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে দুই বা তার অধিক জিপির মডেম ইন্সটল করবো? কিংবা ভিন্ন ভিন্ন কোম্পানীর মডেম কি একসাথে একই পিসিতে ব্যবহার করা যায়? অনুগ্রহ পূর্বক সহায়তা করুন। খুবই প্রয়োজন। ধন্যবাদ।
আমি প্রশ্নবোধক (?)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
" ইস্পাত" ক্ষয়ে যায় তবু মরিচা ধরেনা, ভেংগে যায় তবু মচকায় না......
Octopus নামের একটা সফট্ওয়্যার আছে যার সাহায্যে একাধিক ইন্টারনেট কানেকশনের ব্যান্ডউইথ এক করা যায়। আপনি ট্রাই করে দেখতে পারেন। (উল্লেখ্য আমি নিজে ব্যবহার করে দেখিনি)http://www.mediafire.com/?49cu7wsc7wcs1kw