আমি কিছুদিন হল টেকটিউনস এ যোগ দিয়েছি। এরই মধ্যে আমি এর ভক্ত হয়ে গিয়েছি। আমি টেকটিউনস এর সর্বাত্মক মঙ্গল চাই
আমার মতে, টেকটিউনসে আরও কিছু ফিচার যোগ করা দরকার
টিউনার র্যাংকিং:
- প্রথম পেজে "টপ টিউনার" ও "সবচেয়ে জনপ্রিয়" নামে দুটি বিভাগ রয়েছে। এর সাথে "টিউনার র্যাংকিং" নামে আরও একটি বিভাগ থাকা দরকার।
- কেন দরকার সেটা বলি, ধরি; আমি ১০০ টি টিউন করেছি এর মধ্যে ৯০ টি টিউন ই খারাপ ( তেমন কোন তথ্য নেই, থাকলেও অদরকারি তথ্য), সেক্ষেত্রে টপ টিউনারে আমার পজিশন প্রথম ৫ এ এসে যাবে।
- কেউ যদি ১৫ টি কোয়ালিটি টিউন করেন, তবে তিনি কি আমার চাইতে ভাল নন?
- তাই "টিউনার র্যাংকিং" থাকলে টিউনাররা বেশি টিউন করার চাইতে, কোয়ালিটি টিউন করতে আগ্রহী হবেন বলে আমার মনে হয়
- টিউনার র্যাংকি এভাবে করা যেতে পারে; প্রতি ১০০ ভিজিটর=১পয়েন্ট এবং ১কমেন্ট=.৫(আধা) পয়েন্ট..........
- এভাবে যার পয়েন্ট যত বেশি হবে; র্যাংকিং এ সে তত টপে থাকবে
টিউন একসেপ্টেশন:
- অনেক সময় অনেক লোভনীয় টিউন টাইটেল দেখা যায় ("দিনে ******* ডলার কামাই করুন"), কিন্তু ভিতরে কিছুই থাকে না, থাকলেও স্ক্যাম। এ সব টিউন কোন প্রমান ছাড়া প্রকাশ করা উচিৎ নয়
টিউনার লিষ্ট:
- টিউনার দের খুঁজে পেতে খুব কষ্ট হয়, তাই টিউনার লিষ্ট থাকা দরকার।
- সেখানে সকল টিউনারের তালিকা থাকবে এবং তাদের টিউনার পেইজে যাওয়া যাবে
- যেখানে এক টিউনার অন্য টিউনার কে ম্যাসেজও পাঠাতে পারবে
- টিউনার অনলাইন স্ট্যাটাস যোগ করলেও খারাপ হয় না
এসব ব্যাপার এ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি
🙂