টেকটিউনস এর কাছে আরও যা চাই

আমি কিছুদিন হল টেকটিউনস এ যোগ দিয়েছি। এরই মধ্যে আমি এর ভক্ত হয়ে গিয়েছি। আমি টেকটিউনস এর সর্বাত্মক মঙ্গল চাই

আমার মতে,  টেকটিউনসে আরও কিছু ফিচার যোগ করা দরকার

টিউনার র‍্যাংকিং:

  • প্রথম পেজে "টপ টিউনার" ও "সবচেয়ে জনপ্রিয়" নামে দুটি বিভাগ রয়েছে। এর সাথে "টিউনার র‍্যাংকিং" নামে আরও একটি বিভাগ থাকা দরকার।
  • কেন দরকার সেটা বলি, ধরি; আমি ১০০ টি টিউন করেছি এর মধ্যে ৯০ টি টিউন ই খারাপ ( তেমন কোন তথ্য নেই, থাকলেও অদরকারি তথ্য), সেক্ষেত্রে টপ টিউনারে আমার পজিশন প্রথম ৫ এ এসে যাবে।
  • কেউ যদি ১৫ টি কোয়ালিটি টিউন করেন, তবে তিনি কি আমার চাইতে ভাল নন?
  • তাই "টিউনার র‍্যাংকিং" থাকলে টিউনাররা বেশি টিউন করার চাইতে, কোয়ালিটি টিউন করতে আগ্রহী হবেন বলে আমার মনে হয়
  • টিউনার র‍্যাংকি এভাবে করা যেতে পারে; প্রতি ১০০ ভিজিটর=১পয়েন্ট এবং ১কমেন্ট=.৫(আধা) পয়েন্ট..........
  • এভাবে যার পয়েন্ট যত বেশি হবে; র‍্যাংকিং এ সে তত টপে থাকবে

টিউন একসেপ্টেশন:

  • অনেক সময় অনেক লোভনীয় টিউন টাইটেল দেখা যায় ("দিনে ******* ডলার কামাই করুন"), কিন্তু ভিতরে কিছুই থাকে না, থাকলেও স্ক্যাম। এ সব টিউন কোন প্রমান ছাড়া প্রকাশ করা উচিৎ নয়

টিউনার লিষ্ট:

  • টিউনার দের খুঁজে পেতে খুব কষ্ট হয়, তাই টিউনার লিষ্ট থাকা দরকার।
  • সেখানে সকল টিউনারের তালিকা থাকবে এবং তাদের টিউনার পেইজে যাওয়া যাবে
  • যেখানে এক টিউনার অন্য টিউনার কে ম্যাসেজও পাঠাতে পারবে
  • টিউনার অনলাইন স্ট্যাটাস যোগ করলেও খারাপ হয় না

এসব ব্যাপার এ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি

Level 0

আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    হুম! রনি এইসব প্রয়োজনীয় ফিচার ইতিমধ্যেই চেয়েছে, আমি উত্তর দিতে পারিনি। এইসব হলে ভালোই হয়। আমিও একমত।

Kemon acen hasib bai ?valo ekta tune korcen.ami kicu din computer bosi na tai mobile comments korlam. THANKS

টিনটিন ভাই, হাসিব ভাই, আমার https://www.techtunes.io/help-ask/tune-id/15518/ টিউন টির কি হল?
বুঝলাম না……..

    ভাই শুধুমাত্র আপনার রিকোয়েস্টের জন্যই মন্তব্যটি করলাম। তবে এগুলো নিয়ে আমি নিজেই টেকটিউনস মিট-আপের পরে একটি টিউনের মাধ্যমে জানিয়েছিলাম। কিন্তু যেহেতু তারা এই সব ব্যপারে আশ্বাস দিয়েছে তাই একের পর এক এগুলো নিয়ে টিউন করার প্রয়োজন পরে না। কেননা হঠাৎ করেই কোন পরিবর্তন করা সম্ভব নয়। এগুলো পর্যায়ক্রমেই করা হবে। এই ব্যপারগুলোটে টেকটিউনসের কর্তৃপক্ষই সবচেয়ে ভাল বুঝবে এবং জানবে। ধন্যবাদ……..

    thank you for your reply