বিভিন্ন প্রক্সি সাইট দিয়ে ইউটিউব ব্রাউস করা যাচ্ছে কিন্তু ভিডিও লোড হচ্ছে না। টর ব্রাউসার দিয়ে ও চেষ্টা করলাম।ইউটিউব ওপেন হয় কিন্তু ভিডিও লোড হয় না।ফায়ার ফক্স এ টর ইউস করলাম। অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল দেয়ার জন্নে সাজেটন দেয়া হয়। ইন্সটল করার পরে ও এক ই সমস্যা করতেসে।টেকটিউনার দের কাছে সাহায্য চাই । প্লীজ কেউ হেল্প করেন।
আমি Snigdha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sabiha Sultana Snigdha, Institute Of Information Technology, Jahangirnagar University.
সেইম সমস্যা আমার ও হয়েছিল ! তবে এখন হচ্ছে না , আর ওটা ফ্লাস এর সমস্যা ও না।
এখানে বলা যাবে না বিটিআরসি এটাও টা সাইজ করে দিবে মন চাইলে মেইল দিয়েন লিংক পাঠিয়ে দিবো।